ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফুটপাথ থেকে দুজনের লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:৩০, ২৪ নভেম্বর ২০২০

রাজধানীতে ফুটপাথ থেকে দুজনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাথ থেকে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। এদিকে দারুসসালাম এলাকা থেকে তিন হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আর কাফরুল থেকে গুলিভর্তি রিভলবারসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও বকশিবাজারের ফুটপাথ থেকে দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে দোয়েল চত্বর এলাকার ফুটপাথ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। এদিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামছুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে বকশিবাজার মোড়ে ফুটপাথ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি এলাকাতেই ভবঘুরে জীবনযাপন করতেন। অসুস্থতাজনিত কারণেও তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে। ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ॥ রাজধানীর দারুসসালাম এলাকা থেকে তিন হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মজিদ মিয়া (৪০) ও শাকিল আহম্মেদ (২৬)। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুসসালাম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা কারবারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জানায়, তারা দীর্ঘদিন যাবত ঠিকানা বদল করে কক্সবাজার থেকে ইয়াবা কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অস্ত্রধারী গ্রেফতার ॥ রাজধানীর কাফরুলে গুলিভর্তি রিভলবারসহ মোঃ মনিরুজ্জামান ওরফে মনির (৩০) নামে এক অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে একটি লোহার তৈরি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ মনির নামে ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। কাইমুজ্জামান জানান, আসামি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত কাফরুল থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সুবিধা মতো স্থানে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। আসামি মনিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
×