ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ দেশ থেকে কুয়েতগামী ফ্লাইটের টিকেটের মূল্য নির্ধারণ

প্রকাশিত: ২৩:০৬, ২৪ নভেম্বর ২০২০

পাঁচ দেশ থেকে কুয়েতগামী ফ্লাইটের টিকেটের মূল্য নির্ধারণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপিন্সের পাঁচটি প্রধান গন্তব্য থেকে কুয়েতগামী ফ্লাইটের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। কুয়েতের নাগরিক বিমান পরিবহন অধিদফতর, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা যায়, কুয়েতের নাগরিকদের ব্যয় হ্রাস করার জন্য টিকেট, প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ, খাবার ও পিসিআর পরীক্ষার মূল্য প্রতি ব্যক্তির কেডি ৩৫০ নির্ধারিত হবে যারা তাদের গৃহকর্মী ফিরিয়ে আনতে চান। ভারত থেকে আগতদের জন্য টিকেটের দাম হলো কেডি ১১০, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ থেকে আগতদের জন্য কেডি ১৪৫ এবং ফিলিপিন্স থেকে যারা আসছেন তাদের জন্য কেডি ২০০ হবে। দুবাই থেকে প্রত্যাবর্তনকারীদের জন্য যা যা প্রত্যক্ষ করা হয়েছে তার বিপরীতে, কেডি ৭০ এর টিকেটের মূল্য যাত্রীপ্রতি কেডি ৪০০ এরও বেশি করা হয়েছে। অপ্রত্যাশিত বাজারের কারণে গৃহকর্মীদের টিকেটের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যেহেতু আসন খুব কম, তাই দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রতিদিন ৬০০টি আসনে সীমাবদ্ধ রেখেছে বলে জানিয়েছে আল রাই।
×