ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রিয় খাবারের নাম শুনেই –

প্রকাশিত: ২৩:০০, ২৪ নভেম্বর ২০২০

প্রিয় খাবারের নাম শুনেই –

তাইওয়ানের কিউ (১৮) এক স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার ডান দিকের কিডনি ও লিভারসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর সুস্থ হলেও হঠাৎই একদিন তিনি কোমায় চলে যান। এরপর ৬২ দিন তিনি কোমায় ছিলেন। সেই অবস্থায় তার আরও ছয়টি অপারেশন হয়। তবে কোনভাবেই কোমা থেকে ফিরছিলেন না। কোমায় আচ্ছন্ন কিউয়ের সামনে একদিন তার ভাই ঠাট্টা করে চিকেন ফিল খাবারের নাম উচ্চারণ করেন। তিনি বলেন, এই দেখ এবার আমি তোমার প্রিয় খাবার চিকেন ফিল খাব। সেই খাবারের নাম উচ্চারিত হতেই ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে কিউয়ের। এর পর চিকিৎসকরা দেখেন, তার হৃদস্পন্দন স্বাভাবিক হতে শুরু করেছে। চিকিৎসকরাও এমন ঘটনা দেখে অবাক হয়ে যান। পরে কিউ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানিয়ে কেকও খাইয়েছেন সবাইকে। ডাক্তার জানান, কোন ওষুধই কাজ করছিল না কিউয়ের ওপর। কি করে তাকে কোমা থেকে জাগানো যায়! তাই নিয়ে শঙ্কা কাজ করছিল। পরিবারের লোকজনও হতাশায় ভুগছিলেন। এমন সময় অলৌকিক ঘটনা ঘটল। কানের সামনে প্রিয় খাবারের নাম উচ্চারিত হতেই কোমা থেকে জেগে উঠল রোগী। ভোজন রসিক একেই বলে বোধ হয়! আমরা অনেকেই দাবি করি, খেতে ভালবাসি। কিন্তু সেই দাবি হয়তো কিউয়ের মতো নয়। কেন না প্রিয় খাবারের নাম শুনে কোমা থেকে বেরিয়ে আসার ঘটনা এর আগে হয়েছে কি না জানা নেই। -জি নিউজ
×