ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরিদ্র দেশগুলোর সহজে টিকা পাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন মেরকেল

প্রকাশিত: ২২:৫৬, ২৪ নভেম্বর ২০২০

দরিদ্র দেশগুলোর সহজে টিকা পাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন মেরকেল

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ রোগের ৯০ শতাংশ কার্যকর টিকা আবিষ্কারের দাবি অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার। আর দরিদ্র দেশগুলোর জন্য করোনার টিকা নিশ্চিত করা নিয়ে উদ্বিগ্ন মেরকেল। জাপানে টানা চারদিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। যুক্তরাষ্ট্রে টানা ৩ সপ্তাহ ধরে দৈনিক এক লাখের বেশি করোনা শনাক্ত। অন্যদিকে ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে। বিশে^র ২১৮ দেশে করোনা ছড়িয়ে পড়েছে। সোমবার পর্যন্ত সারাবিশে^ ৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার ১৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়েছেন ৪ কোটি ১০ লাখ ২ হাজার ৬১ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৫৯০ জন। যাদের মধ্যে এক লাখ তিন হাজার ৭৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় চার লাখ ৮৯ হাজার ৩৭৯ জন সংক্রমিত হয়েছেন। একদিনে মারা গেছেন ৭ হাজার ৪১৫ জন। এদিকে মানুষের ওপর তৃতীয় ধাপের পরীক্ষা শেষে সোমবার অক্সফোর্ড টিকার কার্যকারিতার তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, তৃতীয় ধাপের ট্র্রায়ালে এ টিকার দুই ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিতে ৯০ শতাংশ এবং অন্যটিতে ৬২ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। অর্থাৎ, গড়ে ৭০ শতাংশ কোষে এ টিকা কার্যকর প্রমাণিত হয়েছে। তবে একটি পূর্ণ ডোজের পর অর্ধেক ডোজ টিকা দিলে তা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে। অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকা বলছে, বিভিন্ন বয়স শ্রেণী, এমনকি বয়স্কদেরও যে এই টিকা করোনা থেকে সুরক্ষা দিতে পারে, পরীক্ষায় তার প্রমাণ পাওয়া গেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট বলেন, কোভিড-১৯ যে বিপর্যয় ডেকে এনেছে, তার অবসানের জন্য এই টিকা ব্যবহারের পথে আমরা আজ আরও এক ধাপ এগিয়ে গেলাম। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডোমিটার্সের। মেরকেলের উদ্বেগ ॥ জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০’র সম্মেলনে অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলোর সহজে কোভিড-১৯ টিকা পাওয়ার নিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনলাইনে অনুষ্ঠিত এ সম্মেলনে সব দেশের নেতারা বিশ্বজুড়ে করোনার টিকার ন্যায্য বিতরণে প্রতিশ্রুতি দিলেও মেরকেল দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে অগ্রগতির পরিমাণ খুবই সামান্য উল্লেখ করে সবাইকে সতর্ক করেছেন। গ্লোবাল ভ্যাকসিন এ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় তিনি এ প্রসঙ্গটি তোলারও আশ্বাস দিয়েছেন। মেরকেল বলেছেন, কখন এ সংক্রান্ত আলোচনা শুরু হবে তা নিয়ে গ্যাভির সঙ্গে কথা বলব আমরা। কেননা, এ প্রসঙ্গে যে এখন পর্যন্ত কিছুই হয়নি তা নিয়ে আমি একরকম উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ১১ ডিসেম্বর থেকে তার দেশের কিছু নাগরিককে টিকা দেয়া শুরু করতে পারে, এমন ঘোষণা আসার পর জার্মান চ্যান্সেলর দরিদ্র দেশগুলোর সহজে টিকা প্রাপ্তির সম্ভাবনা নিয়ে এ উদ্বেগ প্রকাশ করলেন। জাপানে সংক্রমণের রেকর্ড ॥ দ্বিতীয় দফায় জাপানে টানা চারদিন রেকর্ড সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫০৮ জন। নতুন করে ঊর্ধমুখী সংক্রমণের পর দেশটিতে মোট কোভিড-১৯ সংক্রমিত মানুষের সংখ্যা এখন ১ লাখ ৩০ হাজার ৮৯১ জন। এছাড়া আরও ১১ জন নিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানি এক হাজার ৯৮৭। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, নতুন করে উর্ধমুখী এই সংক্রমণের বিস্তার ঠেকাতে অর্থনীতি বাঁচাতে হটস্পটগুলোতে সরকারের নেয়া ভ্রমণ ও আহার বিষয়ক কর্মসূচী স্থগিত থাকবে। যেসব স্থানে সংক্রমণ বৃদ্ধি পেয়ে একটা আশঙ্কাজনক জায়গায় পৌঁছেছে, সেসব এলাকায় আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়া হবে। কোন কোন এলাকায় নতুন করে আবারও করোনার সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ পুনর্বহাল করা হবে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। কবে থেকে বিধিনিষেধ পুনর্বহাল হবে তা আগামী সপ্তাহে জানানো হবে বলে জানান। যুক্তরাষ্ট্রে ৩ সপ্তাহ ধরে লাখের বেশি করোনা শনাক্ত ॥ টানা তিন সপ্তাহ ধরে প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দেশটির জনস হপকিন্স ইনভার্সিটি এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, এ পর্যন্ত এক কোটি ২২ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। যা বিশ্বের যে কোন দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন বেশি। যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, তার চার ভাগের এক ভাগ হয়েছে শুধু চলতি মাসেই। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে দ্রুতগতিতে সংক্রমণ বিস্তার লাভ করেছে। করোনার সংক্রমণে যুক্তরাষ্ট্রের যখন এমন লণ্ডভণ্ড অবস্থা, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প জি-২০ শীর্ষ সম্মেলন দাবি করেছেন, তার দেশ করোনা মহামারী মোকাবেলায় সফল হয়েছে। ভারতে সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে ॥ করোনায় ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের শুরুতে দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমেছিল। কয়েকদিন কম থাকার পর আবার তা ৪৫ হাজাওে পৌঁছেছে। এরপর থেকে ৪৫ হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে। পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও গত পাঁচ দিন ধরে পাঁচ শ’র বেশি। গত এক মাস ধরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৯১ লাখ ৩৯ হাজার ৮৬৫ জন। এই সময়ে ভারতে মারা গেছেন ৫১১ জন। এখন পর্যন্ত এক লাখ ৩৩ হাজার ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ২৪ জন। এখন পর্যন্ত মোট ৮৫ লাখ ৬২ হাজার ৬৪১ জন সুস্থ হয়েছে।
×