ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টয়লেট-ব্রেস্টফিডিং কর্নার

প্রকাশিত: ২২:৩৭, ২৪ নভেম্বর ২০২০

টয়লেট-ব্রেস্টফিডিং কর্নার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার নির্দিষ্ট কিছুসংখ্যক বাজারে নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং কর্নার (শিশুদের বুকের দুধ খাওয়ানোর স্থান) বানানো হবে। এছাড়া মসজিদের ইমামদের প্রশিক্ষণ দিয়ে খুদবায় পুষ্টিবার্তা প্রচারের ব্যবস্থা নেয়া হবে। খুলনা জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ কথা জানানো হয়। সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে নারী, কিশোর-কিশোরী ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও জানানো হয়, পুষ্টি চাহিদা ও পুষ্টি গ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারের পাশাপাশি নারীদের সচেতন করে তোলা হবে। বিভিন্ন হাটবাজারে নারীরা তাদের পছন্দমতো পুষ্টিমান সম্পন্ন শাকসবজি কিনতে পারেন তার ব্যবস্থা রাখা হবে।
×