ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাকসামে রাতে চলছে পুকুর ভরাট ॥ প্রশাসন নীরব

প্রকাশিত: ২২:৩৭, ২৪ নভেম্বর ২০২০

লাকসামে রাতে চলছে পুকুর ভরাট ॥ প্রশাসন নীরব

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, ২৩ নবেম্বর ॥ লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও সাহাপাড়ায় রাতের আঁধারে পুকুর ভরাট চলছে। যদিও পুকুর ভরাট নিষিদ্ধ তবুও প্রশাসনকে ম্যানেজ করে পুকুর ভরাটের কাজ চলছে। গত এক বছরে লাকসামে অর্ধ-শতাধিক পুকুর ভরাট করা হয়েছে। কোন ভাবেই থামছে না এ পুকুর ভরাট। প্রশাসনের পক্ষ থেকে পুকুর ভরাট বন্ধ করার জন্য প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জানা যায়, পৌর এলাকার পশ্চিমগাঁও সাহাপাড়ায় শতবর্ষী এই পুকুরটি। এক সময় এর মালিক ছিল অনিল সাহা ও তার ভাইয়েরা। আশপাশের লোকজন এই পুকুরে গোসল ও ধোঁয়া-মোচার কাজে ব্যবহার করত। ১৮ শতকের এই পুকুরটি সুমন ও মরণ সাহাসহ ৪ ভাই পুকুরটি ক্রয় করেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাত দশটার পর ট্রাকে করে হাজীগঞ্জ থেকে বালু এনে পুকুরটি ভরাট করে। দিনের বেলায় বেড়া দিয়ে ঘেরাও করে রাখে। এলাকার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে সরকারী অফিস বন্ধ থাকে। এ সুযোগে রাতের বেলায় ট্রাকে করে বালু দিয়ে ভর্তি করে পুকুরটি। স্থানীয় অধিবাসীরা জানায়, প্রশাসনকে ম্যানেজ করে এই পুকুর ভরাট চলছে। লাকসামে গত এক বছরে প্রায় অর্ধশতাধিক পুকুর ভরাট হয়েছে। কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না পুকুর ভরাট। সরকারীভাবে পুকুর বা জলাশয় ভরাট নিষিদ্ধ থাকলেও এই আইন কেউ মানছে না। নড়াইলে রেললাইনের আন্ডারপাস নির্মাণ দাবি নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৩ নবেম্বর ॥ সদর উপজেলার দত্তপাড়া বিল এলাকায় নির্মাণাধীন রেললাইনে আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছেন। সোমবার সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকায় শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোররা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন-দত্তপাড়া গ্রামের আব্দুল হান্নান, ইমদাদুল হক, ইকবাল শেখ, রুবেল শেখ, আয়শা বেগম, শেখ ফরিদসহ অনেকে। বক্তারা বলেন, নড়াইলের দত্তপাড়া এলাকায় নির্মাণাধীন রেললাইনের উত্তরপাশে বিশাল বিল রয়েছে। এ বিল থেকে আমন ধান কেটে ঘরে তোলার প্রয়োজন হলেও রেললাইনে কোন আন্ডারপাস না থাকায় এলাকার শত শত কৃষক ধান কাটতে পারছেন না। বিল থেকে অনেক উঁচুতে রেললাইন নির্মাণ করায় গরুরগাড়ি, ভ্যানযোগে অথবা মাথায় করে কৃষকেরা ধান বাড়িতে নিতে পারছেন না। এছাড়া বিলসহ বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
×