ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বনকর্মী নিহত

প্রকাশিত: ২২:৩৬, ২৪ নভেম্বর ২০২০

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বনকর্মী নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বন বিভাগের এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন (২৪)। তিনি ঢাকা জেলার সাভারের কুমকুমারী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। দেলোয়ার হোসেন বন বিভাগের গাজীপুরের সালনা ফরেস্ট বিটের বাংলোর গার্ড পদে কর্মরত ছিলেন। জানা গেছে, রবিবার রাতে গাজীপুর মহানগরের সালনা বাজারের একটি হোটেলে ভাত খেয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকার শাহপরাণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পৌঁছলে উল্টোপথে বেপরোয়া গতিতে আসা চান্দনা চৌরাস্তাগামী একটি কাভার্ডভ্যান সামনে থেকে ওই মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। সিলেটে যুবক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, নগরীর আম্বরখানা এলাকায় ট্রাক চাপায় ইমরান ডালি (২০) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। সে বিমানবন্দর থানাধীন রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে। সোমবার ভোর পৌনে ৩টার দিকে পলাশ হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, নিহত ইমরান আম্বরখানা হোটেল পলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
×