ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে করোনা রোধে গণসচেতনতা কর্মসূচী

প্রকাশিত: ২২:৩৬, ২৪ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ে করোনা রোধে গণসচেতনতা কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ নবেম্বর ॥ মহামারী করোনা সংক্রমণের সাম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ছয় কিলোমিটার সড়ক জুড়ে অবস্থানসহ প্রচারাভিযান কর্মসূচীর পালন করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে স্টেশন রোড পর্যন্ত সড়কের দুই পাশে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে সকল সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের শত শত কর্মী অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকায় লোকেলোকারণ্যে পরিণত হয় । এ সময় শহরের চৌরাস্তা এলাকায় কর্মসূচীতে যোগদান করে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, পুলিশ সুপার মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
×