ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচার নিয়ে সংশয়ে যবিপ্রবি শিক্ষক ফারজানা

প্রকাশিত: ২২:৩৫, ২৪ নভেম্বর ২০২০

ন্যায়বিচার নিয়ে সংশয়ে যবিপ্রবি শিক্ষক ফারজানা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরিন ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এসে তিনি বিচার কাজে পক্ষপাত হতে পারে বলে আশঙ্কা করেন। তার স্বামী মোঃ মাসুদ রানা একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ায় তার এমন আশঙ্কা বলে জানান। সহকারী অধ্যাপক ফারজানা নাসরিন তার লিখিত বক্তব্যে জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার সঙ্গে তার বিয়ে হয়। সংসার চলাকালে তার স্বামী ঢাকায় প্লট কেনার জন্য দশ লাখ টাকা দাবি করেন এবং এ নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে মাসুদ রানাকে পাঁচ লাখ টাকা দেন তার বাবা। কিছুদিন চুপ থাকলেও আরও পাঁচ লাখ টাকার জন্য তিনি ফের শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। উপায়ন্তর না পেয়ে তিনি যশোরে তার বাবার বাড়ি ফিরে আসেন এবং গত ১৪ সেপ্টেম্বর যশোরের আমলি আদালতে (সদর) যৌতুক আইনে মামলা করেন। তিনি বলেন, ‘মামলার পর গত ১৮ সেপ্টেম্বর মাসুদ রানা, তার বোন রানী ও বোনজামাই জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে আসেন আপসের কথা বলে। কিন্তু তারা এসে ফের আমাকে যৌতুকের দাবিতে মারধর করেন। পরবর্তীতে আমি যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন দাখিল করি।’
×