ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল কুমিল্লা সেনানিবাসে

প্রকাশিত: ২২:৩৫, ২৪ নভেম্বর ২০২০

মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল কুমিল্লা সেনানিবাসে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ নবেম্বর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর সাইক্লিং দল সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এসএন সরকারী ডিগ্রী কলেজ থেকে কুমিল্লা সেনানিবাসে পৌঁছেছে। এ সময় কুমিল্লা সেনানিবাসের উর্ধতন কর্মকর্তারা দলটিকে অভ্যর্থনা জানান। দলটি কুমিল্লা সেনানিবাসের শহীদ স্মৃতিসৌধ ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ’-এ পুষ্পস্তবক অর্পণের পর এমআর চৌধুরী গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সঙ্গে এক্সপেডিশন দলের ফটোসেশন হয়। দলটি মঙ্গলবার (২৪ নবেম্বর) ফেনীর উদ্দেশে কুমিল্লা সেনানিবাস ছেড়ে যাবে। সাইক্লিং এক্সপেডিশন টিমের দায়িত্বে থাকা কর্মকর্তা লে. কর্নেল মোঃ সফিউল আলম জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর সাইক্লিং দল তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ টিম মঙ্গলবার সকালে কুমিল্লা সেনানিবাস থেকে ফেনীর উদ্দেশে যাত্রা করবে। আগামী ৩ ডিসেম্বর টেকনাফে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ শেষ হবে।
×