ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলী সরকারী কলেজ

এ্যাসাইনমেন্টের নামে টাকা আদায় ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২২:৩৪, ২৪ নভেম্বর ২০২০

এ্যাসাইনমেন্টের নামে টাকা আদায় ॥ প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, ২৩ নবেম্বর ॥ বরগুনার আমতলী সরকারী কলেজে এ্যাসাইনমেন্টের নামে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে শিক্ষার্থীরা সোমবার কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শিক্ষার্থীদের প্রতিবাদ ও তোপের মুখে পড়ে কলেজ অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান পরীক্ষা স্থাগিত করেছেন। জানা গেছে, আমতলী সরকারী কলেজে একাদ্বশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণীতে দুই হাজার সাত শ’ শিক্ষার্থী রয়েছে। করোনাভাইরাসের প্রার্দুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ হয়নি আমতলী সরকারী কলেজের পরীক্ষার নামে টাকা আদায়। গত ১৫ অক্টোবর এ্যাসাইনমেন্টের নামে কলেজ অধ্যক্ষ পরীক্ষা শুরু করেন। ওই পরীক্ষা গত ২৮ অক্টোবর শেষ হয়। ওই সময় শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার দুই শ’ ষাট টাকা আদায় করেন। অভিযোগ রয়েছে ওই সময়ে কলেজের অধিকাংশ শিক্ষার্থী টাকা দিতে অপারগতা প্রকাশ করলেও কলেজ অধ্যক্ষ তাদের অপারগতা আমলে নেয়নি। উল্টো পরীক্ষায় ফি না দিলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের অনুমতি দিবে না বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের চাহিদামতো টাকা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ওই পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথায় আবারও আগামী ২৯ নবেম্বর এ্যাসাইনমেন্ট পরীক্ষা প্রস্তুতি নেন। এই পরীক্ষায় ফি, বেতনসহ বিভিন্ন ফি বাবদ এক হাজার দুই শ’ ষাট টাকা ধার্য করেন। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করে শিক্ষার্থীরা। এ নিয়ে রবিবার কলেজ অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বাদানুবাদ হয়। পরে ওইদিনই ওই শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। সোমবার কলেজের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এ্যাসাইনমেন্ট পরীক্ষার নামে টাকা আদায় বন্ধের দাবিতে কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভের তোপের মুখে পড়ে অধ্যক্ষ পরীক্ষা স্থগিত করে তার অফিস কক্ষ ত্যাগ করেন।
×