ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত কিশোর সাদাতকে সংবর্ধনা

প্রকাশিত: ২১:৩২, ২৪ নভেম্বর ২০২০

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত কিশোর সাদাতকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৩ নবেম্বর ॥ সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২০ -এ ভূষিত কিশোর সাদাত রহমান সাকিবকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান, আব্দুল হাই, সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মুনিরুজামান মল্লিক, সাদাতের পিতা মোঃ শাখায়াৎ হোসেন, মা মলিনা খাতুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এস.এ মতিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু প্রমুখ। পরে সাদাত রহমান সাকিবকে অতিথিবৃন্দ ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সাদাত তার প্রতিক্রিয়ায় জানান, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের সম্মানীর ১ লাখ ইউরোর পুরো টাকা এ্যাপটির উন্নয়নে ব্যয় করবেন এবং কিভাবে কিশোরদের জন্য ইন্টারনেটকে আরও নিরাপদ করা যায় সেজন্য সারাদেশের ৬৪টি জেলায় দ্রুত সাইবার টিনস-এর এই এ্যাপ বিস্তারের চেষ্টা করবেন।
×