ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানিতে দুই গাড়ির সংঘর্ষে বাংলাদেশী শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ০০:৫৪, ২৩ নভেম্বর ২০২০

জার্মানিতে দুই গাড়ির সংঘর্ষে বাংলাদেশী শিক্ষার্থী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের হালে শহরে দুটি গাড়ির সংঘর্ষে সিফাতুল ইসলাম সিফাত নামে এক বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। গত ২০ নবেম্বর জার্মানি সময় আনুমানিক রাত পৌনে ১১টার দিকে হালে শহরের স্টার পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর অনলাইনের। আরও তিন সহকর্মীর সঙ্গে কর্মস্থল থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন সিফাত। তাদের বহনকারী গাড়িটি স্টার পার্ক এলাকায় পৌঁছালে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিফাতদের বহনকারী গাড়িটির ছাদ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সিফাত। গুরুতর আহতাবস্থায় আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সিফাত নোর্ডহাউসেন ইউনিভার্সিটি অব এ্যাপ্লায়েড সায়েন্সে রিনিউএ্যাবল এ্যানার্জি সিস্টেম বিষয়ে স্নাতকোত্তর পড়ছিলেন। তার বাড়ি ঢাকার বাসাবোয়, বাবার নাম আব্দুল মতিন।
×