ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবির ভবন নির্মাণ কাজ পেতে জাল কাগজপত্র ॥ জিকে শামীমের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১:৪২, ২৩ নভেম্বর ২০২০

চবির ভবন নির্মাণ কাজ পেতে জাল কাগজপত্র ॥ জিকে শামীমের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাল কাগজপত্র দাখিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ভবন নির্মাণের ৭৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আলোচিত জিকে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক ফখরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই মামলায় আসামি করা হয়েছে সহযোগী আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককেও। দুদক সূত্রে জানা যায়, চবির নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় ২০১৬ সালের ২৮ আগস্ট। এতে সর্বনিম্ন দরদাতা হয় দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স-জিকেবিএল। ৭৫ কোটি এক লাখ ২৯৫ টাকায় কার্যাদেশ পায় জিকে শামীমের প্রতিষ্ঠান। ওই বছরের ১৪ নবেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এ কাজ পাওয়ার জন্য জমা দেয়া দরপত্রের সমর্থনে জিকে শামীমের প্রতিষ্ঠান অভিজ্ঞতা সনদ এবং ব্যাংক টার্নওভারসহ যে কাগজপত্রগুলো জমা দেয় তার অধিকাংশই ভুয়া। দুদকের তদন্তে প্রাথমিকভাবে ধরা পড়েছে জালিয়াতি। সহযোগী প্রতিষ্ঠান দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম চৌধুরীকেও এ মামলায় আসামি করা হয়েছে।
×