ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২১:৩৫, ২৩ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব¦বিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস ২২ নবেম্বর। বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ব¦বিদ্যালয়ের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঁঞার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিগত ২২ বছরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এ বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগতমান ও গবেষণায় সাফল্যের সঙ্গে সুনাম অক্ষুণ্ন্ন রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। -বিজ্ঞপ্তি
×