ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০৫ জনের ‘মুক্তিযোদ্ধা স্বীকৃতি’ বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল!

প্রকাশিত: ২১:৩২, ২৩ নভেম্বর ২০২০

১০৫ জনের ‘মুক্তিযোদ্ধা স্বীকৃতি’ বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল!

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে সরকারের গেজেট স্থগিতের যে আদেশ হাইকোর্ট দিয়েছিল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিমান বাহিনীর ১০৫ জনের ক্ষেত্রে তার ওপর স্থিতাবস্থা জারি করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। এর ফলে প্রকারান্তরে হাইকোর্টের আদেশটিই বহাল থাকছে বলে মনে করছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারের চারটি আবেদনের শুনানি করে বিচারপতি মোঃ নূরুজ্জামানের চেম্বার আদালত রবিবার এ আদেশ দেয়। আদালতে সরকারের আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও তুষার কান্তি রায়। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ আব্দুল কাইয়ূম লিটন। দুই বাহিনীর ১০৫ জনের মধ্যে একজন বিমান বাহিনীর বেসামরিক কর্মচারী এবং বাকিরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। আইনজীবী মোঃ আব্দুল কাইয়ূম বলেন, এ আদেশের মধ্য দিয়ে প্রকারান্তরে হাইকোর্টের আদেশটিই বহাল থাকছে বলে মনে করছে আইনজীবীরা। আইনজীবীরা জানান, ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। একই দিন বিমানবাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর বিরুদ্ধে পৃথক রিট আবেদন করে সংক্ষুব্ধরা। তখন হাইকোর্ট প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ দিয়ে ভাতা দিতে নির্দেশ দেয়।
×