ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাতারে গতকাল অনুশীলন করেছেন জামালরা

তৃতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ কোচ জেমি’র

প্রকাশিত: ২০:৫৪, ২৩ নভেম্বর ২০২০

তৃতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ কোচ জেমি’র

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত প্রথম ফিফা আন্তর্জাতিক ম্যাচের পর করোনা পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। পরবর্তীতে আরও দুইবার করোনা পরীক্ষা করা হয়েছে তার। আর প্রতিবারই এসেছে দুঃসংবাদ। তৃতীয় পরীক্ষাতেও আগের মতো ফল পজিটিভ এসেছে। তৃতীয় দফা পরীক্ষা করানো হয়েছিল শনিবার। যার ফল এসেছে রবিবার। সেখানে উন্নতির কোন লক্ষণ না থাকায় আরও কয়েকদিন ঢাকার হোটেলে আইসোলেশনে থাকতে হচ্ছে জেমি ডে’কে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে আগের মতো উপসর্গ আছে জেমির শরীরে। তার অবশ্য ঠাণ্ডার সমস্যা রয়েছে। তার ওপর কোন ঘ্রাণ, মুখে স্বাদ পাচ্ছেন না কোচ। এরমধ্যে রক্তসহ অন্য পরীক্ষা করানো হয়েছে। এখন আগামী কয়েকদিনের মধ্যে তিনি যদি সুস্থ হতে পারেন তাহলে হয়তো কাতার যাওয়ার সুযোগ হতে পারে। যোগ দিতে পারবেন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়া জাতীয় ফুটবল দলের সঙ্গে। কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ফিরতি ম্যাচের আগে স্থানীয় দুটি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে ছিল বাংলাদেশের। কিন্তু দেশটির শীর্ষ লীগ (স্টারস লীগ) চলমান থাকায় বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে দ্বিতীয় বিভাগের দলের বিপক্ষে। গতকাল সকালে কাতার ফুটবল এ্যাসোসিয়েশন প্রস্তুতি ম্যাচের জন্য স্থানীয় দুই দলের নাম চূড়ান্ত করেছে। বুধবার বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে কাতারের আর্মি ফুটবল টিমের সঙ্গে। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দোহার আজিজিয়া ক্লাব মাঠে। শনিবার দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ লুসাইল স্পোর্টস ক্লাব। প্রথম ম্যাচের মতো একই মাঠ ও একই সময় খেলাটি অনুষ্ঠিত হবে। আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ফিরতি ম্যাচ খেলতে নামবে স্বাগতিক কাতারের বিরুদ্ধে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল দুই দেশের প্রথম ম্যাচ। ঘরের মাঠে লাল-সবুজ জার্সিধারীরা ২-০ গোলে হারলেও দারুণ খেলেছিল এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। দোহা যাওয়ার পর বাংলাদেশ দল প্রথম মাঠে অনুশীলন করে গতকাল রবিবার। তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামালরা অনুশীলন করেছেন আল আজিজিয়ার মাঠে।
×