ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাদামতলী ঘাটে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২০:১৮, ২৩ নভেম্বর ২০২০

বাদামতলী ঘাটে উচ্ছেদ অভিযান

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ নবেম্বর ॥ বাদামতলী ফলপট্টিতে রবিবার উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় বুড়িগঙ্গার তীরে অবৈধভাবে গড়ে উঠা ১২০টি ফলের আড়তঘর ও ৫০টি টংঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে বেদখলে থাকা প্রায় ৩ একর জমি উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়াইজঘাট থেকে বাদামতলী পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল জামিলের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা যুগ্ম পরিচালক মোঃ গুলজার আলী, উপ-পরিচালক শাহজাহান সিরাজ, সহকারী পরিচালক রেজাউল করিম ও মোঃ আসাদুজ্জামান।
×