ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিফাত হত্যা : মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামির হাইকোর্টে আপীল

প্রকাশিত: ১৮:০৪, ২২ নভেম্বর ২০২০

রিফাত হত্যা : মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক আসামির হাইকোর্টে আপীল

স্টাফ রিপোর্টার॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজীর করা আপীল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসঙ্গে আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জরিমানা স্থগিত করেছে আদালত। আপীল আবেদনের শুনানিতে রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ (ভার্চুয়াল) এ আদেশ দেন। এর আগে গত ৪ নভেম্বর ও ১৩ অক্টোবর মৃত্যুদন্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামির আপীল শুনানির জন্য গ্রহণ করেছে। গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন।রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদন্ডাদেশ দেয় আদালত। পাশাপাশি ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দন্ডেও দন্ডিত করা হয। বাকি চারজনকে খালাস দেয়া হয়। পরে নিয়মানুসারে ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি ছয় অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপীল করেন।
×