ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বিএনপি ॥ দুদু

প্রকাশিত: ১৭:২৫, ২২ নভেম্বর ২০২০

মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বিএনপি ॥ দুদু

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে মুক্ত পরিবেশে বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কৃষক দল আয়োজিত দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। দুদু বলেন, দেশে এখন সাধারণ মানুষের কোন অধিকার নেই। এখন দেশের প্রধান সঙ্কট হচ্ছে স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের লড়াই। তিনি বলেন, মুক্তিযোদ্ধা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছে। দুদু বলেন, গত ৫০ বছরের মধ্যে সব থেকে কষ্টে আছে দেশের কৃষক সমাজ। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। তাদের কৃষি উপকরণ কিনতে হয় বেশি দামে, অথচ উৎপাদিত পণ্য তারা বিক্রিও করতে পারে না। সরকারের পক্ষ থেকে কোনরকম সহযোগিতা তাদেরকে দেয়া হয় না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাথেন কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রমুখ।
×