ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উখিয়ায় ৭০টি সিমসহ রোহিঙ্গা যুবককে আটক

প্রকাশিত: ১৭:০৮, ২২ নভেম্বর ২০২০

উখিয়ায় ৭০টি সিমসহ রোহিঙ্গা যুবককে আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় অবৈধভাবে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক মোহাম্মদ যুবায়ের (৩২) উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৫ ব্লকে আশ্রিত নূর মোহাম্মদের পুত্র। রবিবার উখিয়া পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০টি বাংলাদেশী সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এপিবিএন-এর কক্সবাজারস্থ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান বলেন, জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাগঘোনা বাজারে রাস্তার উপর অবৈধভাবে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রির খবরে এপিবিএন-এর একটি দল অভিযান চালায়। অভিযানে ৭০টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
×