ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৫:৩৫, ২২ নভেম্বর ২০২০

নেত্রকোনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার পূর্বধলা উপজেলা সদরে পিচের বদল কংক্রিটের (আরসিসি ঢালাই) রাস্তা নির্মাণের দাবিতে আজ রবিবার দুপুরে মানববন্ধন হয়েছে। ‘পূর্বধলা হেল্পলাইন’ নামে একটি অনলাইনভিত্তিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির প্রধান সমন্বয়ক নোমান শাহরিয়ারের সভাপতিত্বে এবং জাকির আহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন: জুলফিকার আলী শাহীন, জায়েজুল ইসলাম, গোলাম মোস্তফা, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ খান, প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, আবু হানিফ তালুকদার রাসেল, ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, আনোয়ারুল হক আনার, আল আমিন ও বিকাশ ঘোষ প্রমূখ। এতে এলাকার শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, পূর্বধলা বাজারের প্রধান সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। প্রায় বছর পিচের প্রলেপ দিয়ে রাস্তাটি সংস্কার করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে ব্যহত হয় চলাচল। এর ফলে এলাকাবাসীর দুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই সড়কটি পিচের বদল কংক্রিট দিয়ে (আরসিসি ঢালাই) সংস্কারের দাবি জানান তারা।
×