ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাবার সঙ্গে শেষ দেখাটাও হলো না...

প্রকাশিত: ০১:০৩, ২২ নভেম্বর ২০২০

বাবার সঙ্গে শেষ দেখাটাও হলো না...

স্পোর্টস রিপোর্টার ॥ চরম দারিদ্র্যের মাঝেও ছেলের ক্রিকেট বন্ধ করেননি। অটো রিকশা চালিয়ে যুগিয়েছেন খরচ। বাবার সে চেষ্টা বৃথা যায়নি। ওয়ানডে-টি২০’র পর অস্ট্রেলিয়া সফরে এবার ভারতের টেস্ট দলেও জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ। দুর্ভাগ্য সিডনিতে অনুশীলনের সময় অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে শুনতে হলো বাবা আর পৃথিবীতে নেই। দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগে হায়দরাবাদের এক হাসপাতালে মারা গেছেন সিরাজের বাবা মোহাম্মদ গাউস। ‘সবচেয়ে বড় ভরসা বাবাকে হারালাম। বাবার মৃত্যু আমার জন্য অনেক বড় ধাক্কা। বাবা স্বপ্ন দেখতেন আমি ভারতের হয়ে খেলব। দেশকে গর্বিত করব। আমি বাবার সে স্বপ্ন পূরণের চেষ্টা করব।’ সিডনিতে সংবাদমাধ্যমকে বলেন সিরাজ। ২০১৭ সালে টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ২৬ বছর বয়সী ডানহাতি পেসার গত বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডেতে অভিষেক। এবার ডাক পেয়েছেন টেস্ট দলে।
×