ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সফল অধিনায়ক হতে সময় প্রয়োজন ॥ তামিম

প্রকাশিত: ০১:০১, ২২ নভেম্বর ২০২০

সফল অধিনায়ক হতে সময় প্রয়োজন ॥ তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু টি২০ কাপ খেলতে অনুশীলন শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। করোনা পরীক্ষায় দলের সব ক্রিকেটারই ‘নেগেটিভ’ হয়েছে। আর দুইদিন পরই শুরু হয়ে যাবে এ টুর্নামেন্ট। এরআগে বাংলাদেশ ওপেনার, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবং বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বুঝিয়ে দিয়েছেন, টি২০ কাপে দল নিয়ে তিনি সন্তুষ্ট নন। জাতীয় দলের নেতৃত্ব নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তামিম। পাকিস্তান সুপার লীগ (পিএসএল টি২০) খেলে এসে শনিবার জানিয়েছেন, জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নিয়ে সময় দিতে হবে। পিএসএলে দুর্দান্ত খেলেছেন তামিম। ছন্দে আছেন। ফাইনালসহ তিন ম্যাচ খেলেছেন। বিসিবি প্রেসিডেন্টস কাপে খুব ভাল না করলেও (চার ম্যাচে এক ফিফটিতে ১০১ রান) পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচ খেলে ১৮, ৩০ ও ৩৫ রান করেন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে তামিম জানিয়েছেন, ‘অধিনায়কত্বের চাপ আমি তো এখনও পর্যন্ত ওই রকম কোন চাপের ম্যাচই খেলিনি! প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হতে হবে। অধিনায়কত্বের চাপ এটা আসলে আপনাদের (সাংবাদিকদের) বানানো। আমি এখনও কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি (দায়িত্ব পাওয়ার পর)। আমি যেদিন অধিনায়কত্ব পেয়েছি, ওইদিনই বলেছি আপনারা বিচার করবেন ৬ মাস বা ১ বছর পর। পৃথিবীর যত বড় অথবা ছোট নেতাই হোক, দুই ম্যাচ-তিন ম্যাচ পর আপনারা (সাংবাদিকরা) শুরু করে দেন ক্যাপ্টেন্সির চাপ... এটা শুধু আমার ব্যাপার নয়, যে কারও ক্ষেত্রেই। একটা বাচ্চা হাঁটতে কিন্তু ৯ মাস সময় নেয়, একদিনে না হাঁটলে তো আপনি বলতে পারেন না যে সে হাঁটতে পারে না। সময় লাগবেই। অধিনায়কত্ব আমার খেলায় কতটা প্রভাব ফেলছে সেটা অন্তত ২০ ম্যাচ পর বিচার করবেন কিংবা ১০-১৫ ম্যাচ পর। দুই-তিন ম্যাচ পর সেটা করতে পারেন না।’ সঙ্গে যোগ করেন, ‘আমার কোন সমস্যা হয় না ভাই (নেতৃত্বের চাপ নিয়ে) ওটা নিয়ে এত চিন্তাও করি না। নেতৃত্ব নিয়ে অনেকবারই বলেছি, এটা এমন নয় যে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। কখনই স্বপ্ন দেখিনি দেশের অধিনায়ক হওয়ার। বরং সুযোগটা এসেছে আমার কাছে। চেষ্টা করব ভালভাবে করতে। ভাল হবে বা খারাপ, সেটা সময়ই বলবে। অধিনায়ক আমি হই বা পরে যে হোক কিংবা আগে যে ছিল, ভাল বা সফল অধিনায়ক হতে হলে অনেক সময় দিতে হবে। এক সিরিজ বা দুই সিরিজে আপনি যদি মনে করেন কাজ হচ্ছে না এটা আসলে কারও জন্য ভাল নয়। শুধু নিজের দেখে বলছি না। আমার জন্য, দলের জন্য, দেশের জন্য, কারও জন্যই ভাল নয়। কিছু সময় দিতেই হবে।’ মঙ্গলবার টুর্নামেন্ট শুরুর প্রথমদিনেই খেলতে নামবে তামিমের দল। বরিশাল দলটি নিয়ে তামিম বলেন, ‘কোন সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। এটাতে কোন সন্দেহ নাই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই এই কথাটা উঠছে (দলের শক্তি নিয়ে)। তবে সঙ্গে এটাও বুঝতে হবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোন কিছু হতে পারে।’ সঙ্গে যোগ করেন, ‘আমার দলে এমন কিছু খেলোয়াড় আছেন যাদের আমরা হয়তো কেউ কাউন্ট করছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটাতে পারে। যে কোন কিছু হতে পারে। প্রেসিডেন্টস কাপে ২-৩ জন ক্রিকেটারকে আমরা কেউই আশা করিনি যে ওরা এত ভাল খেলবে। পরে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল। আমি এটাই আশাকরি, আমাদের যারা তেমন লাইমলাইটে নাই যে তারা ওই রকম পারফর্মেন্স করবে। দলকে যতটুকু দেয়া দরকার, তারচেয়ে বেশি দিতে হবে।’ সফল হতে হলে আউট অব দ্য বক্স খেলতে হবে বলেও জানান তামিম, ‘আমাদের স্কোয়াড নিয়ে যদি সফল হতে হয়, আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। আমাদের যে সম্পদ আছে, যদি আমরা একটু আউট অব দ্য বক্স চিন্তা করি তাহলে অন্য দলকে চমকে দিতে পারি। আমি ২-৩ জনকে নিয়ে আশা করছি, তারা যদি ভাল খেলতে পারে অনেক কিছুই হতে পারে।’ নিজের পারফর্মেন্সও যে কতটা গুরুত্বপূর্ণ, তাও ভালভাবে বোঝেন তামিম। তাই তো বলেছেন, ‘অবশ্যই আমার নিজের পারফর্মেন্স অনেক গুরুত্বপূর্ণ। যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারি কিংবা অধিনায়কত্বের ব্যাপারটা বাদ দিয়েও যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি, তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দেবে। হয়তোবা টুর্নামেন্টে আমার আলাদা আলাদা ভূমিকা পালন করতে হবে।’
×