ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা টেস্টে পজিটিভ শুধু মাহমুদুল হাসান জয়

প্রকাশিত: ০১:০১, ২২ নভেম্বর ২০২০

করোনা টেস্টে পজিটিভ শুধু মাহমুদুল হাসান জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু টি২০ কাপ মাঠে গড়ানোর আগেই সংখ্যায় কমে গেছে একজন ক্রিকেটার। করোনা টেস্টে পজিটিভ হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় তাকে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার এই আসরে অংশগ্রহণকারী ৫ দলের ৮০ ক্রিকেটারসহ সকল কর্মকর্তা, কোচিং স্টাফ, হোটেলকর্মী, নিরাপত্তারক্ষী, ব্রডকাস্টকর্মী, ধারাভাষ্যকার, মাঠকর্মীসহ প্রায় ২৫০ জনের করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হয়। ক্রিকেটারদের মধ্যে শুধু জয় পজিটিভ হয়েছেন, বাকিরা হয়েছেন নেগেটিভ। করোনা টেস্টে নেগেটিভ হওয়া ক্রিকেটার, কর্মকর্তারা এখন টিম হোটেলে উঠে পুরো টুর্নামেন্টে জৈব সুরক্ষা বলয় বা বায়ো সিকিউর বাবলের অধীনে থাকবেন। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিরা এখন চাইলে জয়ের পরিবর্তে প্লেয়ার্স ড্রাফটে দল না পাওয়াদের মধ্যে থেকে একজন নিতে পারে। ২৪ নবেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি২০ কাপ। তবে ২৬ নবেম্বর সন্ধ্যায় প্রথম ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম। তাই জয়ের জন্য কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ শেষে প্রথম কোন বড় আসরে খেলতে নামছেন ক্রিকেটাররা। গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজে ৩ দলে মাত্র ৫০ জনের মতো ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন খেলার। এবার সেই সংখ্যাটা ৮০, দলও ৫টি। তাই পরিসর, প্রতিযোগিতা এবং আবেদন অনেক বেশি হবে এই আসরে। সে কারণে টুর্নামেন্ট নির্বিঘ্নে ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নিয়েছে বিসিবি। দীর্ঘ বিরতিতে থাকা ক্রিকেটারদের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হয়েছে সবার আগে। সে জন্য লেভেল ১১ সেট করে দিয়েছিল বিসিবি। সেই বাধা যারা পেরিয়েছেন তারা প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নেন। এরপর যারা দল পেয়েছেন তাদের আবার করোনা টেস্টে নেগেটিভ হতে হয়েছে। শুক্রবার সকালে ৫ দল, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকলের করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হয় বিসিবির তত্ত্বাবধানে। এর ফলাফল সেদিনই রাত থেকে আসতে শুরু করে। শনিবার সবগুলো দলেরই ফল পাওয়া যায়। সেখানে যুব বিশ্বকাপ জয়ী দলের টপঅর্ডার ব্যাটসম্যান জয়ই শুধু পজিটিভ হয়ে আপাতত ছিটকে গেছেন। তাকে আইসোলেশনে থাকতে হবে। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি কারও সংস্পর্শে আসতে পারবেন না। শুধু নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। তিনি ব্যতীত বাকি ৭৯ ক্রিকেটার নেগেটিভ সনদ পেয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। চট্টগ্রাম চাইলে জয়কে রেখে অপেক্ষা করতে পারে কিংবা প্লেয়ার্স ড্রাফটে নাম থাকাদের মধ্যে থেকে নতুন করে কাউকে নিতে পারবে। তবে দলটির ম্যানেজার শেখ সোহেল রানা জানিয়েছেন, আপাতত বদলি হিসেবে কাউকে নেয়ার পরিকল্পনা নেই তাদের। জয়ের জন্যই অপেক্ষা করবে চট্টগ্রাম। দলগুলো রাজধানীর এক পাঁচতারকা হোটেলে থাকবেন। ক্রিকেটারদের পাশাপাশি ৫ জন করে কোচিং স্টাফ, ম্যানেজার ও ৩ জন সাপোর্টিং স্টাফও থাকবেন প্রতিটি টিমের সঙ্গে। টুর্নামেন্ট চলাকালীন কোন মাঠকর্মী, নিরাপত্তারক্ষীসহ সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হলে জাতীয় ক্রীড়াপল্লী এবং জাতীয় সুইমিংপুলের হোস্টেলে গড়ে তোলা অস্থায়ী আইসোলেশন সেন্টারে থাকবেন অথবা নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশনে থাকার সুযোগ রয়েছে। আর ক্রিকেটার কেউ আক্রান্ত হলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আইসোলেশনে থাকবেন।
×