ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুশীলনে নামার অপেক্ষায় ফুটবলাররা

প্রকাশিত: ০০:৫৫, ২২ নভেম্বর ২০২০

অনুশীলনে নামার অপেক্ষায় ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের ১০ অক্টোবর ঢাকার মাঠে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের এ্যাওয়ে ম্যাচ খেলতে বৃহস্পতিবার বিমানযোগে কাতারে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গত ১৮ নবেম্বর জানিয়েছিল এই ম্যাচের কথা। বিশ্বকাপ বাছাইয়ের ই-গ্রুপে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলে সবার নিচে। তাদের সংগ্রহ চার ম্যাচে ১ পয়েন্ট। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ওমান দুইয়ে, ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান তিনে, তিন পয়েন্ট নিয়ে ভারত আছে চারে। গত বৃহস্পতিবার হাঁটুতে চোট পাওয়ার কারণে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন এবং করোনা টেস্টে ‘পজিটিভ’ হওয়ার কারণে দলের সঙ্গে বিমানে উঠতে পারেননি ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। এছাড়া আগে থেকেই করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে কাতারে যেতে পারেননি দলের হেড কোচ জেমি ডে-ও। এছাড়া কাতারগামী বিমানে উঠতে পারেননি ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আবদুল্লাহ এবং নাজমুল ইসলাম। পারফর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়েন তারা। ম্যাচ খেলার আগে কাতারে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ ফুটবল দল। সে অনুযায়ী শনিবার ছিল তাদের কোয়ারেন্টাইনের শেষদিন। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি খেলার আগে লাল-সবুজ বাহিনীর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কাতারের স্থানীয় দুটি ক্লাবের বিরুদ্ধে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, এখনও সেই দুই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের দুই প্রতিপক্ষ দলের নাম জানা যায়নি। শনিবার বাফুফের মাধ্যমে প্রেরিত বিভিন্ন ভিডিও বার্তায় কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নির্ভরযাগ্য ডিফেন্ডার জামাল ভুঁইয়া এবং সহকারী কোচ (এখন ভারপ্রাপ্ত কোচ) স্টুয়ার্ট ওয়াটকিস। এছাড়া অন্যান্য ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ দলের ফুটবলাররা নিজ নিজ রুমে, একসঙ্গে জিমনেশিয়ামে রানিং ও স্ট্রেচিং করছেন। দেখা গেছে তাদের থিওরিটিক্যাল ক্লাস করতে। এমনকি কোভিড টেস্ট নিতেও দেখা গেছে। ভিডিওবার্তায় তপু বর্মণ বলেন, ‘আগেরদিন আমাদের সব ফুটবলারকে রুমে রুমে ট্রেনিং সেশন দেয়া হয়েছিল। সেটা আমরা সবাই ঠিকঠাকমতো করেছি। কাতার আসার পর আমাদের আবারও কোভিড টেস্ট করানো হয়েছে। এরপর আমরা তিন গ্রুপে বিভক্ত হয়ে জিম সেশন করেছি। বিকেলেও ট্রেনিং সেশন ছিল। কোভিড টেস্টে সবাই নেগেটিভ হলে তারপর মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হবে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।’ কোচ স্টুয়ার্ট ওয়াটকিস অপর এক ভিডিওবার্তায় বলেন, ‘খেলোয়াড়দের কোভিড টেস্ট ভালভাবেই সম্পন্ন হয়েছে। তাদের দুই বেলা ট্রেনিং করানো হয়েছে হোটেলের জিমনেশিয়ামে এবং যার যার রুমে। আমরা খেলোয়াড়দের ফিটনেস যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে সেটা নিয়েই বেশি কাজ করছি। তিনদিনের কোয়ারেন্টাইন শেষ হলে আমরা মাঠে গিয়ে অনুশীলন করানো শুরু করব। খেলোয়াড়দের শাণিত করার জন্য এখনও আমাদের হাতে সপ্তাহ দুয়েকের মতো সময় আছে। সেটাকে কাজে লাগাতে চাই।’ বিমানে ওঠার আগে দেশের হয়ে ভাল খেলা উপহার দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভুঁইয়া, ‘আমাদের খেলতে হবে শক্তিশালী কাতারের বিপক্ষে। তাই তাদের সঙ্গে ভাল খেলতে হলে আমাদের আরও অনুশীলন করতে হবে, আরও কঠোর পরিশ্রম করতে হবে। কাতার বড় দল। তাদের বিরুদ্ধে খেলতে আমরা মুখিয়ে আছি। আমাদের দলের ফিটনেস লেভেল আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কয়েকদিনের মধ্যে আরও উন্নতি হবে।’ বাংলাদেশ দল ॥ আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, মানিক হোসেন মোল্লা, জামাল ভুঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন, তৌহিদুল আলম সবুজ, রায়হান হাসান, রাকিব হোসেন, এমএস বাবলু, সুমন রেজা।
×