ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে প্রশিক্ষণ

প্রকাশিত: ০০:৪৭, ২২ নভেম্বর ২০২০

বিনামূল্যে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে ‘ফুড হাইজিন’ (স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি) বিষয়ে ১০০ ফুডকর্মীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)। শনিবার বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ‘ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট’ (এনএইচটিটিআই) মহাখালীতে এই প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাপকের বাৎসরিক কর্মসূচীর অংশ হিসেবে বিনামূল্যে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার প্রস্তুতের সঙ্গে জড়িত ১০০ মেধাবী গরিব ফুডকর্মী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে বিনামূল্যে ১০০ মিনিট ‘ফুড হাইজিন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়।
×