ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব টয়লেট দিবস পালন করল ডমেক্স

প্রকাশিত: ০০:৪৬, ২২ নভেম্বর ২০২০

বিশ্ব টয়লেট দিবস পালন করল ডমেক্স

বিশ্ব টয়লেট দিবস পালন করেছে ডমেক্স। গত ১৯ নবেম্বর নিরাপদ ও পরিচ্ছন্ন স্যানিটেশনের সুবিধাবঞ্চিত বিশ্বের ৪২০ কোটি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে দিবসটি পালন করা হয়। ইউনিলিভারের টয়লেট ক্লিনিং ব্র্যান্ড ডমেক্স উন্নত ও স্বাস্থ্যকর স্যানিটেশনের গুরুত্ব এবং জীবন ও পরিবেশ সুস্থ রাখতে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা গড়ে তুলছে। ডমেক্স গত ১৯ নবেম্বর ওয়াটার এইড, ব্র্যাক, ২০৩০ ডব্লিউআরজি, ভূমিজ ও ইউনিলিভারের সঙ্গে ‘নিরাপদ স্যানিটেশনের জন্য আমাদের লড়াই চলছে’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করে। এই ওয়েবিনার ভার্চুয়ালি প্রায় দেড় কোটি দর্শকের কাছে পৌঁছে। এই সেশনে বিশেষজ্ঞ প্রতিনিধিরা এসডিজি অর্জনে উন্নত স্যানিটেশনের গুরুত্ব, উন্নয়নমূলক সংস্থার ভূমিকা ও লাভ সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেন। ওয়েবিনারে যোগ দিয়েছিলেন পার্থ হেফাজ শেখ, পলিসি এ্যান্ড এ্যাডভোকেসি ডিরেক্টর, ওয়াটার এইড বাংলাদেশ; ড. মোঃ লিয়াকত আলী, ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টর, ব্র্যাক; ফারহানা রশীদ, সিইও এ্যান্ড কো-ফাউন্ডার, ভূমিজ; সায়েফ তানজীম কাইয়ুম, রিজিওনাল কো-অর্ডিনেটর, ২০৩০ ডব্লিউআরজি; ওয়াটার জিপি, ওয়ার্ল্ড ব্যাংক এবং তানজীন ফেরদৌস আলম, মার্কেটিং ডিরেক্টর, হোম কেয়ার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ডমেক্স কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা এবং নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব বাড়াতে ২০২০ সালজুড়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। -বিজ্ঞপ্তি
×