ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৮, ২২ নভেম্বর ২০২০

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ নবেম্বর ॥ ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জেলার কালীগঞ্জ উপজেলায় মজিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামে এই নির্মম দুর্ঘটনা ঘটনাটি ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর মাস্টারপাড়া গ্রামের মৃত কান্দুরা উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যার একটু আগে রেললাইনের লাইনের পাশে ছাগলকে ঘাস খাওয়াতে বেঁধে রেখে পাশেই বাড়িতে আসেন। কিছুক্ষণের মধ্যে ট্রেনের শব্দ শুনে ছাগলটি নিরাপদে আছে কিনা দেখতে যান। এই সময় বৃদ্ধ মজিবর দেখতে পান ছাগলটি রেললাইনে দাঁড়িয়ে আছে। ছাগলকে বাঁচাতে দৌড়ে বৃদ্ধ রেললাইনের উপরে চলে যান। ট্রেনের শব্দে ছাগলটি দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও বৃদ্ধ ফিরে আসতে পারেনি। ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। যাত্রীবাহী ট্রেনটি লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের আন্তঃনগর ট্রেন ছিল। স্থানীয় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদুল হোসেন এ ঘটনাটি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভোটমারী স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ উপস্থিত হয়েছে। এ ব্যাপারে লালমনিরহাট জিআরপি থানায় একটি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
×