ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিষয়ভিত্তিক প্রকাশনা প্রচার করবে

প্রকাশিত: ২৩:২৬, ২২ নভেম্বর ২০২০

বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিষয়ভিত্তিক প্রকাশনা প্রচার করবে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিষয়ভিত্তিক প্রকাশনা প্রচার করবে বিএনপি। এছাড়াও বিভিন্ন ধরনের পোস্টার ও লিফলেট প্রকাশ করবে দলটি। শনিবার দুপুরে দলের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেউ যেন স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অপর এক অনুষ্ঠানে ছাত্রদলকে রাজপথে স্বেচ্ছায় রক্ত ঝরাতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির করণীয় কী সে সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের নুইয়ে পড়লে চলবে না। আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে। আমাদের ভবিষ্যত স্বপ্ন বাস্তবায়নে আলোচনার মধ্য দিয়ে এগুতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রকাশনা ও ডকুমেন্টেশনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার সুযোগ গ্রহণ করতে হবে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। আজকে স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে। সেই বিকৃত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। আমাদের দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রকৃত ইতিহাস প্রচার করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বৈঠকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। এছাড়াও মূল কমিটির বাইরে একটি স্টিয়ারিং কমিটি এবং অর্থ, সেমিনার-সিম্পোজিয়াম, ব্যবস্থাপনা, দফতর, প্রচার, প্রকাশনা, সাংস্কৃতিক ও মিডিয়াসহ বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তী বৈঠকে এসব উপকমিটি চূড়ান্ত করে তা প্রকাশেরও সিদ্ধান্ত হয়। বৈঠকে কিভাবে স্বাধীনতার রজতজয়ন্তী বছরব্যাপী করা যায় তার কর্মকৌশল নিয়েও আলোচনা হয়। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব আব্দুস সালামের পরিচালনায় ভার্চুয়াল বৈঠকে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, মনিরুল হক চৌধুরী, মিজানুর রহমান মিনু, মামুন আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মাহবুবে রহমান শামীম, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। ছাত্রদলকে রাজপথে স্বেচ্ছায় রক্ত ঝরাতে বললেন গয়েশ্বর ॥ ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে স্বেচ্ছায় রক্ত ঝরাতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, আজকে কোর্ট-কাচারী-উচ্চ আদালত থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এক ব্যক্তির কথায় চলে। দেশে আজ গণতন্ত্র নেই। এ সরকারের কর্তৃত্ববাদী ব্যবস্থা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে। এ অবস্থার অবসানে ছাত্রদলকে অতীতের মতো রাজপথ দখল করতে হবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো রাজপথ কাঁপিয়ে তুলতে হবে। আন্দোলনেই নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে রক্তদান কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
×