ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চমেকে এমবিবিএসে ১০ আসন ও ৮ আইসিইউ বেড বাড়ল

প্রকাশিত: ২৩:২৪, ২২ নভেম্বর ২০২০

চমেকে এমবিবিএসে ১০ আসন ও ৮ আইসিইউ বেড বাড়ল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশে সরকারী মেডিক্যাল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে সরকার যে আরও ২৮২ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তন্মধ্যে ১০টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জন্য (চমেক)। এছাড়া চমেক হাসপাতালে বাড়ানো হয়েছে নতুন ৮টি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেড। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এ নিয়ে আইসিইউ’র মোট শয্যাসংখ্যা দাঁড়িযেছে ৩০। এরমধ্যে সাধারণ রোগীদের জন্য ২০ ও করোনা আক্রান্ত রোগীদের জন্য থাকবে ১০টি। আইসিইউতে নতুন শয্যা স্থাপনের ফলে রোগীদের কিছুটা বাড়তি সুবিধা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে আইসিইউতে নতুন আট শয্যার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল। এদিকে সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমবিবিএস কোর্সে সারাদেশে মেডিক্যাল কলেজগুলোর জন্য ২৮২ আসন বাড়িয়েছে। এরমধ্যে ১০টি থাকছে চমেকের জন্য। কলেজ সূত্রে জানানো হয়েছে, চমেকের এমবিবিএস কোর্সে এতদিন ২২০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হতো। ১০ আসন বৃদ্ধি হওয়ায় এখন তা ২৩০ আসনে উন্নীত হলো। উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগে অন্য কোন সরকারী মেডিক্যাল কলেজে আসন বাড়েনি। প্রসঙ্গত দেশের ৩১ সরকারী মেডিক্যাল কলেজে ৩ হাজার ৫১৮ আসন রয়েছে। নতুন করে ২৮২ যুক্ত হওয়ায় মোট আসন সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮শ’তে।
×