ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শায়েস্তাগঞ্জে কাঠভর্তি পিকআপসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ২১:৫৫, ২১ নভেম্বর ২০২০

শায়েস্তাগঞ্জে কাঠভর্তি পিকআপসহ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চোরাই আকাশমনি কাঠভর্তি পিকআপ গাড়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নবেম্বর) বিকেল ৪টায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। এর আগে ভোর সকালে তার নির্দেশনায় ওসি (তদন্ত) গোলাম দস্তগীরের নেতৃত্বে এসআই মুফিদুল, এসআই লিটনসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পৌর শহরের সাবাসপুরে অভিযান চালিয়ে আকাশমনি কাঠভর্তি পিকআপ গাড়ীসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আক্তার মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ ফরিদপুর গ্রামের জিলা মিয়ার ছেলে ফয়সল মিয়া (২৮), নিশাপট গ্রামের মৃত মুসলিম খানের ছেলে দুলাল খান (৪২ ) ও হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুল হাইর ছেলে ফজলু মিয়া (৩৮)। থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বনাঞ্চল থেকে বৃক্ষ নিধন করে আকাশমনি কাঠ পিকাআপ করে পাচার করছিল সংঘবদ্ধ চক্রটি। এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে পিকআপ থেকে প্রায় ৪০ ঘনফুট চোরাই আকাশমনি কাঠ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় চারজনকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে। গাছ চোরাচালানে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। চোরাই পথে গাছ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
×