ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় অলিম্পিক কমিটির এ্যাথলেট কমিশনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সেমিনার

প্রকাশিত: ১৯:৫০, ২১ নভেম্বর ২০২০

জাতীয় অলিম্পিক কমিটির এ্যাথলেট কমিশনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সেমিনার

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)-এর এ্যাথলেট কমিশন কর্তৃক সেমিনার অন ডিউটিস এ্যান্ড ওবলিগেশন্স অব এনওসি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এ্যাথলেট কমিশনের চেয়ারম্যান জোবেরা রহমান লিনু। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন আসাদুজ্জামান কোহিনুর (সদস্য সচিব, অলিম্পিক সলিডারিটি কমিটি এবং উপ-মহাসচিব, বিওএ)। সেমিনারে কি-নোট পেপার প্রস্তত এবং উপস্থাপন করেন মাহফুজুর রহমান সিদ্দিকী (পরিচালক, এনওএ, বিওএ) এবং কি-নোট পেপারের ওপর আলোচনা করেন আখতার হোসেন খান (জাতীয় কোর্স পরিচালক, বিওএ)। আরও উপস্থিত ছিলেন এ্যাথলেট কমিশনের সদস্য সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার, গলফার সিদ্দিকুর রহমান, সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শূটার শাকিল আহমেদ এবং এ্যাথলেট শিরিন আক্তার। বিভিন্ন ক্রীড়া ফেডারেশন থেকে জাতীয় দলের প্রতিনিধিত্বকারী ১০০ খেলোয়াড় এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে জাতীয় অলিম্পিক কমিটির এ্যাথলেট কমিশনের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
×