ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ারেন্টিন শেষে মাঠে নেমে অনুশীলনের অপেক্ষায় ফুটবলাররা

প্রকাশিত: ১৯:৪৭, ২১ নভেম্বর ২০২০

কোয়ারেন্টিন শেষে মাঠে নেমে অনুশীলনের অপেক্ষায় ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের ১০ অক্টোবর ঢাকার মাঠে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের এ্যাওয়ে ম্যাচ খেলতে বৃহস্পতিবার বিমানযোগে কাতারে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। বিশ্বকাপ বাছাইয়ের ই-গ্রুপে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলে সবার নিচে। তাদের সংগ্রহ চার ম্যাচে ১ পয়েন্ট। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ওমান দুইয়ে, ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান তিনে, তিন পয়েন্ট নিয়ে ভারত আছে চারে। ম্যাচ খেলার আগে কাতারে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ ফুটবল দল। সে অনুযায়ী শনিবার ছিল তাদের কোয়ারেন্টিনের শেষ দিন। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি খেলার আগে লাল-সবুজ বাহিনীর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কাতারের স্থানীয় দুটি ক্লাবের বিরুদ্ধে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, এখনও সেই দুই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের দুই প্রতিপক্ষ দলের নাম জানা যায়নি। শনিবার বাফুফের মাধ্যমে প্রেরিত ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, আগেরদিন আমাদের সব ফুটবলারদের রুমে রুমে ট্রেনিং সেশন দেয়া হয়েছিল। সেটা আমরা সবাই ঠিকঠাকমতো করেছি। কাতার আসার পর আমাদের আবারও কোভিড টেস্ট করানো হয়েছে। এরপর আমরা তিন গ্রুপে বিভক্ত হয়ে জিম সেশন করেছি। বিকেলেও ট্রেনিং সেশন ছিল। কোভিড টেস্টে সবাই নেগেটিভ হলে তারপর মাঠে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হবে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। কোচ স্টুয়ার্ট ওয়াটকিস অপর এক ভিডিও বার্তায় বলেন, খেলোয়াড়দের কোভিড টেস্ট ভালভাবেই সম্পন্ন হয়েছে। তাদেরকে দুই বেলা ট্রেনিং করানো হয়েছে হোটেলের জিমনেশিয়ামে এবং যার যার রুমে। আমরা খেলোয়াড়দের ফিটনেস যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে, সেটা নিয়েই বেশি কাজ করছি। তিন দিনের কোয়ারেন্টিন শেষ হলে আমরা মাঠে গিয়ে অনুশীলন করানো শুরু করবো। খেলোয়াড়দের শাণিত করার জন্য এখনও আমাদের হাতে সপ্তাহ দুয়েকের মতো সময় আছে। সেটাকে কাজে লাগাতে চাই।
×