ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুদানের সিনেমায় কণ্ঠ দিলেন মমতাজ

প্রকাশিত: ১৯:০৫, ২১ নভেম্বর ২০২০

অনুদানের সিনেমায় কণ্ঠ দিলেন মমতাজ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী অনুদানের সিনেমায় পরিচালকের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ‘রাত জাগা ফুল’ নামের এ সিনেমার চিত্রনাট্যের পাশাপাশি গানও লিখেছেন তিনি। নির্মাতা মীর সাব্বিরের গীতিকবিতা কণ্ঠে তুললেন ফোক স¤্রাজ্ঞী মমতাজ। ‘ফোটে ফুল ফোটে’ শিরোনামের এই গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আর গানটি তৈরি হয়েছে সরকারী অনুদানে নির্মিত ‘রাত জাগা ফুল’ সিনেমার জন্য। ফোটে ফুল ফোটে আলো অন্ধকারে/ ওঠে সূর্য ওঠে মিথ্যার মায়াজালে- এমন কথার গানটি রেকর্ড হয়েছে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে। মমতাজ বলেন, অন্যরকম একটি গান হলো। অভিনেতা মীর সাব্বির দারুণ লিখেছেন গানটি। ‘রাত জাগা ফুল’ সিনেমাটিতে মীর সাব্বিরসহ আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডাঃ এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হোরায়রা তানভীর, ঐশীসহ অনেকে। সিনেমাটির প্রেক্ষাপট প্রসঙ্গে মীর সাব্বির বলেন, অন্ধকারের মধ্যেও যেমন ফুল ফোটে, সমাজের অন্ধকারের মধ্যেও কিছু মানুষ নিজেকে আলোকিত করে এগিয়ে নিয়ে যায় আলোর পথে। এটাই মূলত আমার গল্পের মূল বিষয়বস্তু। বেশ ভালভাবে আমার পুরো ইউনিট এবং শিল্পীদের আন্তরিক সহযোগিতায় শূটিং শেষ করেছি। আশা করছি ডিসেম্বরের শেষ সপ্তাহে বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি দিতে পারব। অভিনয়ের পাশাপাশি এর আগে অনেক নাটক নির্মাণ করলেও মীর সাব্বিরের পরিচালনায় এটাই প্রথম কোন চলচ্চিত্র। এদিকে মীর সাব্বির প্রস্তুতি নিচ্ছেন নতুন ধারাবাহিক ‘মাকড়শা’ নির্মাণের। পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সম্প্রতি। এগুলো হচ্ছে ‘বাকের খনি’, ‘দাদো’, ‘পণ্ডিতের আখড়া’, ‘ফরেন ভিলেজ’, ‘জ্ঞানীগঞ্জের পণ্ডিতেরা’ ও ‘কর্পোরেট ভালবাসা’।
×