ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

প্রকাশিত: ১৬:২২, ২১ নভেম্বর ২০২০

নীলফামারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে ৫০ তম সশস্ত্র বাহিনী দিবস। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করা হয় একই স্থানে। এর আগে স্বাস্থ্য বিধি মেনে দিবসটির র‌্যালীতে অবসরপ্রাপ্ত সৈনিকদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। ডিফেন্স এক্স-সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) জেলা শাখার আয়োজনে ভার্চুয়ালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ডিফেন্স এক্স-সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ডেসওয়া এর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণেল (অব.) তছলিম উদ্দিন আহমেদ, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ডেসওয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক প্রমুখ।
×