ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় সুগার মিলে আখ চাষী ও কর্মচারীদের ফটক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৫৬, ২১ নভেম্বর ২০২০

পঞ্চগড় সুগার মিলে আখ চাষী ও কর্মচারীদের ফটক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সুগার মিল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, আখের মুল্য পরিশোধসহ আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় সুগার মিলসহ ১৫টি সুগার মিল চালুর তারিখ নির্ধারণ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষীদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে সভা অনুষ্ঠিত। আজ শনিবার সকালে পঞ্চগড় সুগার মিলের প্রধান ফটকে চিনিকল আখচাষী ও শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ ফটক সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় চিনিকল কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। সভায় অন্যান্যের মধ্যে পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা আখ চাষী সমিতির সাবজোন সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্তব্য রাখেন।
×