ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে পতিত জমিতে সবজি চাষে শিক্ষকের দৃষ্টান্ত

প্রকাশিত: ১২:৪৫, ২১ নভেম্বর ২০২০

ফকিরহাটে পতিত জমিতে সবজি চাষে শিক্ষকের দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহরমৌভোগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অজামিল ঢালী করোনা কালে স্কুল বন্দ থাকায় নিজ উদ্যোগে তাঁর মৎস্য ঘেরের পতিত জমিতে চোখ জুড়ানো সবজি ক্ষেত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন দায়িত্বশীল শিক্ষক হয়েও নিজ ক্ষেতে সবজি চাষ করায় নিজে যেমন স্বালম্বি হচ্ছেন, তেমনী অন্যান্যদের শিখিয়েছেন কাজ সবার জন্য সমান। তিনি তার ক্ষেতে সিম, ওলকপি, বাধাকপি, কুমড়া, লাউ, চাল-কুমড়া, করলা, পেঁপে, বেগুন, পুইশাক, ঝিংগা ও মরিচ সহ প্রায় ১২প্রকারের সবজি চাষ করেছেন। ঘেরের পাড় যেন সবুজ শাক সবজির ক্ষেতে পরিণত হয়েছে। যা দেখলে দু' চোখ জুড়িয়ে যায়। ডহরমৌভোগ গ্রামের বাসিন্দা শিক্ষক অজামিল ঢালীর সাথে আলাপ কালে তিনি বলেন, মহামারি করোনা ভাইরাসের আতংকে স্কুল বন্দ থাকলেও চলে অনলাইন ক্লাস। এর পাশাপাশি অবসর সময়ে অলস ঘরে বসে না থেকে ঘেরের পাড়ে পতিত জমিতে কৃষিকাজ করার সিদ্ধান্ত গ্রহন করি। প্রথম দিকে একটু ঝামেলা মনে হলেও পরে বিভিন্ন প্রকারের বীজ ও চারা ঘেরের পাড়ের জমিতে রোপন করি। যা ইতোমধ্যে এসব বীজ থেকে চারা গজিয়ে তা বড়ো হয়েছে। এখন এসব শাক-সবজির পরিচর্যা করেই সময় কাটছে তার। তিনি বলেন এখন আর বাজার থেকে শাক-সবজি কিনতে হয় না তার। এমনকি অতিরিক্ত সবজি বিক্রি করে নগদ কিছু টাকা আয় করে পরিবারের কাজে লাগাতে পারছি। করোনাকালে স্কুল বন্দ হওয়ার পর মাত্র ৫হাজার টাকা ব্যয় করে সবজি চাষে এ পর্যন্ত প্রায় ২০থেকে ২৫হাজার টাকার সবজি বিক্রি করেছি বাজারে। প্রয়োজন শুধু একটু ইচ্ছা আর যত্নের, তাহলে শুধু ঘেরের পাড় নয় বাড়ির আঙ্গিনা সহ যেকোন পতিত জমিতেই সবজি উৎপাদ করা সম্বব।
×