ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উরুগুয়ে দলে ১১ জনের করোনা

প্রকাশিত: ২৩:৩১, ২০ নভেম্বর ২০২০

উরুগুয়ে দলে ১১ জনের করোনা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের চেয়ে দ্বিতীয় ধাপে ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের প্রকোপ আরও মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের ফুটবলাররা পজিটিভ হয়েছেন। বৃহস্পতিবার উরুগুয়ে ফুটবল দলের আরও সাতজনের কোভিড-১৯ আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগ মুহূর্তে পজিটিভ হওয়ায় খেলতে পারেননি তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। শুধু তাই নয়, তখন আক্রান্ত হন গোলরক্ষক রডরিগো মুনোজ ও ক্লাবের মুখপাত্র মাটিয়াস ফারাল। এ নিয়ে দলটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। নতুন সাতজনের মধ্যে দুইজন খেলোয়াড় ও পাঁচজন কর্মকর্তা। মন্টেভিডিওতে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের ম্যাচের পরপরই পুরো উরুগুয়ে দলের পরীক্ষা করা হয়। এদিকে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র শরীরে দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে।
×