ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমাপ্ত বিমানবাহিনীর এ্যাথলেটিক্স

প্রকাশিত: ২৩:৩০, ২০ নভেম্বর ২০২০

সমাপ্ত বিমানবাহিনীর এ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ বিমানবাহিনী আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বঙ্গবন্ধু খেলার মাঠে শেষ হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত দিনের বিভিন্ন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে। এতে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল ১১ স্বর্ণ, ৭ রৌপ্য ও ২ ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৫ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ পদক জিতে ঘাঁটি বঙ্গবন্ধু দল রানার্সআপ হয়েছে। বিএএফ ঘাঁটি জহুরুল হক দল ২০১৯-২০২০ সালে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফলেরভিত্তিতে চ্যাম্পিয়ন হয়েছে।
×