ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপাতত জাতীয় দলের ভাবনা নেই আশরাফুলের

প্রকাশিত: ২৩:৩০, ২০ নভেম্বর ২০২০

আপাতত জাতীয় দলের ভাবনা নেই আশরাফুলের

স্পোর্টস রিপোর্টার ॥ ফিক্সিংয়ের ফাঁদে পা দিয়ে ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন। তবে ৩ বছর পরই ফিরেছিলেন ঘরোয়া ক্রিকেটে। তারপর থেকে নিজেকে পুরনো রূপে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম বিশ্ব মাতানো তারকা আর কি ফিরতে পারবেন জাতীয় দলে? ২০১৩ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা ৩৬ বছর বয়সী আশরাফুলের সেই আশাটা ক্ষীণ। কিন্তু হাল ছাড়েননি তিনি। জানিয়েছেন স্বপ্নটা আর সবার মতো তারও আছে, তবে আপাতত বাংলাদেশ দলে খেলা নিয়ে কিছু ভাবছেন না তিনি। কারণ সামনে আছে বঙ্গবন্ধু টি২০ কাপে ভাল করার চ্যালেঞ্জ। ৫ দলের এই আসরে তিনি খেলবেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে। বৃহস্পতিবার দলটির লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি জানালেন এই আসরে ভাল করার দিকেই মনোযোগী তিনি। একটা সময় বাংলাদেশ জাতীয় দলে ব্যাট হাতে অন্যতম ভরসা ছিলেন আশরাফুল। বেশ কিছু অবিস্মরণীয় ইনিংস খেলেছেন তিনি যা এখনও ক্রিকেটপ্রেমী মানুষের অন্তরে গেঁথে আছে। আর তাই ফিক্সিং কাণ্ডে জড়িয়ে তা স্বীকার করার পরও ক্রিকেটানুরাগীদের পাশেই পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম মহাতারকা আশরাফুল। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবশ্য ঢাকা প্রিমিয়ার লীগে ২০১৮ সালে টানা ৩ সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দেন আশরাফুল। সেই মৌসুমে তার ব্যাট থেকে আসে ৫ সেঞ্চুরি। দারুণভাবে ফেরার ইঙ্গিত দিলেও পরবর্তীতে আর তাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোন দল। তবে আসন্ন ৫ দলের বঙ্গবন্ধু টি২০ কাপে তিনি মিনিস্টার গ্রুপ রাজশাহীতে জায়গা করে নিয়েছেন। এই আসরে নিজেকে মেলে ধরে আবার জাতীয় দলে ফেরার পথ করে নেয়ার সুযোগ। এ বিষয়ে আশরাফুল বলেন, ‘আমি আসলে ওইভাবে চিন্তা করছি না বাংলাদেশ দল নিয়ে। আমি এখন শুধু চিন্তা করছি বঙ্গবন্ধু টি২০ কাপ নিয়ে। খুব রোমাঞ্চিত খেলার ব্যাপারে। গত আড়াই-তিন মাস ধরে আমি অনুশীলনটা করছি। যখনই একটা খেলা হবে সেখানে যেন প্রথম ম্যাচ থেকেই আমি প্রস্তুত থাকি।’ এই আসরে খেলার জন্য প্রাথমিক যোগ্যতা ছিল ফিটনেস টেস্টের বিপ টেস্টে ১১ পাওয়া। অনেক তরুণ ব্যর্থ হলেও পেরেছেন আশরাফুল। এ বিষয়ে তিনি বলেন, ‘গত ৮ মাস ধরে আমি আমার ফিটনেস নিয়েও সচেতন। আগেও ছিলাম কিন্তু এতটা যে করতে পারব আমার মধ্যেও এই বিশ্বাসটা ছিল না। আমি আসলে ফোকাস করছি এই টুর্নামেন্টেই। আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। আর জাতীয় দল সবারই স্বপ্ন থাকে, এটা পরের ধাপ, আগে সামনে যে প্রক্রিয়া সেটা নিয়ে চিন্তা করছি।’
×