ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু টি২০ কাপ ॥ মুশফিক ঢাকার, মাহমুদুল্লাহ খুলনার, তামিম বরিশালের, মিঠুন চট্টগ্রামের, শান্ত রাজশাহীর অধিনায়ক

পাঁচ দলের অধিনায়ক চূড়ান্ত

প্রকাশিত: ২৩:২৯, ২০ নভেম্বর ২০২০

পাঁচ দলের অধিনায়ক চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু টি২০ কাপ শুরু হবে ২৪ নবেম্বর। এ টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নিচ্ছে। বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী অংশ নিচ্ছে। এ দলগুলোর অধিনায়ক চূড়ান্ত হয়ে গেছে। ঢাকার অধিনায়ক যেমন করা হয়েছে মুশফিকুর রহিমকে। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ মিঠুন। নাজমুল হোসেন শান্তকে রাজশাহীর অধিনায়ক করা হয়েছে। প্রথমবারের মতো ঢাকা দলটিতে খেলবেন মুশফিক। শিরোপা জিততে চান তিনি। বলেছেন, ‘সবচেয়ে প্রথম ব্যাপার ঢাকায় এই প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক এক্সাইটিং একটা ব্যাপার। আমি মনে করি অন্য আরও যে দল আছে সবই অনেক ভারসাম্যপূর্ণ হয়েছে। আমাদের দলেও তরুণ এবং অভিজ্ঞ দুইটা কম্বিনেশন আছে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা চেষ্টা করব অবশ্যই। বেক্সিমকো ঢাকা সবসময়ই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিয়ে থাকে এবং এবারও সেটার ব্যতিক্রম হবে না। তো আমরা অবশ্যই হার্ড এ্যান্ড সোল ট্রাই করব যেন আমরা ফাইনাল খেলতে পারি এবং চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে পারি।’ সমর্থকদের উদ্দেশে মুশফিক বলেন, ‘দর্শকদের উদ্দেশে বলব, আপনারা মাঠে না এসে অবশ্যই চেষ্টা করবেন টিভির পর্দায় দেখতে। আশা করছি আপনাদের সাপোর্ট ঢাকার সঙ্গে যেভাবে সবসময় ছিল সেভাবে থাকবে এবং উই ফিল প্রাউড।’ ঢাকায় মুশফিক ছাড়াও রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, আবু হায়দার রনি, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, পিনাক ঘোষ রয়েছেন। শক্তিশালী দল। চ্যাম্পিয়ন হওয়ার আশাও করছেন। অবশ্য খুলনা দলটিও কম শক্তিশালী নয়। দলে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন, এনামুল হক বিজয়, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি রয়েছেন। এ দলটিকে হারানো যে কোন দলের জন্যই কঠিন হয়ে পড়বে। দলটির নেতৃত্ব দেবেন আবার মাহমুদুল্লাহ। শুরুতে মনে হয়েছিল সাকিবকে অধিনায়ক করা হবে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে। বরিশালে তামিমকেই যে অধিনায়ক করা হবে তা আগেই বোঝা গেছে। প্লেয়ার্স ড্রাফটে যখন দলটি ওয়ানডে অধিনায়ক তামিমকে নিয়েছে, তখনই নিশ্চিত হয়ে গেছে। দলটিও শক্তিশালী। তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লবের মতো ক্রিকেটাররা আছেন। চট্টগ্রামে মোহাম্মদ মিঠুনকে নেতৃত্ব দেয়া চমকই বলা চলে। মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হকরা ছিলেন। কিন্তু মিঠুনকেই বেছে নেয়া হয়েছে। আর রাজশাহীতে যেহেতু শান্ত আছে, প্রেসিডেন্টস কাপে ফাইনালে খেলেছে শান্তর দল, তাই তাকেই অধিনায়ক করা হতে পারে, এমন ধারণা আগেই জন্মেছে। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, রনি তালুকার, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলামদের নেতৃত্ব দেবেন শান্তই।
×