ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাস্ক না পরায় অর্থদণ্ড

প্রকাশিত: ২১:০৯, ২০ নভেম্বর ২০২০

মাস্ক না পরায় অর্থদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৯ নবেম্বর ॥ সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে ৮ মামলায় ৩১০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার সোনাইমুড়ী বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এবং দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় ৮টি মামলায় ৩১০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৩০০ মাস্ক বিতরণ করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টি এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়।
×