ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

প্রকাশিত: ২১:০৯, ২০ নভেম্বর ২০২০

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের নেতাসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ মান্নু(৫৬) ও জলঢাকা উপজেলার বালাগ্রাম চৌপথি বাজার গ্রামের কৃষক ইছহাক আলী (৫৫)। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সোনারায়ের কাছারিপাড়া গ্রামের নিজবাড়ী হতে মোটরসাইকেলযোগে জেলা শহরে আসছিল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ মান্নু। পথে শখের বাজার নামকস্থানে একটি বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলে ধাক্কা লাগলে আব্দুল মান্নান শাহ মান্নু সড়কে উল্টে পড়েন। তাকে সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দিকে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথি মোড়ে বিকেলে রাস্তাপাড় হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় কৃষক ইশহাক আলী রাস্তায় উল্টে পড়েন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বেলকুচিতে দুই সংবাদদাতা বেলকুচি থেকে জানান, সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেলকুচি পৌর এলাকার বয়রাবাড়ির এমপি রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের হাকিম মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (২৭) ও কুদ্দুস মুন্সির ছেলে হযরত আলী (২৪)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের সোনাউল্লাহর ছেলে সবুজ রহমান। বাগেরহাটে ছাত্র স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আল মাহমুদ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ নতুন থানা ভবনের অদূরে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও গ্রামের হোমিও চিকিৎসক বেলায়েত হোসেন তালুকদারের একমাত্র ছেলে। তিনি বাগেরহাট সরকারী পি.সি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। আমতলীতে শিশু নিজস্ব সংবাদদাতা আমতলী থেকে জানান, নানাবাড়ি বেড়াতে এসে ডেকো কোম্পানির পিকআপের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। ঘটনা ঘটেছে পটুয়াখালী-আমতলী মহাসড়কের চুনাখালীতে বৃহস্পতিবার বিকেলে। জানা গেছে, উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ গত সোমবার নানা গনি মোল্লার বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে শিশু আব্দুল্লাহ নানী সকিনা বেগমের সঙ্গে মামা শানু মোল্লার বাড়ি থেকে সড়কের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে নানা গনি মোল্লার বাড়িতে যাচ্ছিল। এ সময় পটুয়াখালীগামী ডেকো কোম্পানির একটি পিকআপ শিশু আব্দুল্লাহকে চাপা দেয়।
×