ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় প্রেমের সম্পর্ক সন্দেহে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২১:০৬, ২০ নভেম্বর ২০২০

নওগাঁয় প্রেমের সম্পর্ক সন্দেহে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ নবেম্বর ॥ সদর উপজেলার হাড়িয়াগাছি গ্রামে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তোফাজ্জল হোসেন ছকু নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার হাড়িয়াগাছি গ্রামের হাড়িয়াগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস উক্ত তোফাজ্জল হোসেন ছকুর সঙ্গে অনেক আগে থেকেই একই গ্রামের দিলদার হোসেনের স্ত্রী মনি বেগমের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দিলদারসহ তার পরিবারের লোকজনের সন্দেহ। এই সন্দেহের বশে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তোফাজ্জল হোসেন ছকুকে দিলদার হোসেন ও তার লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে। এ সময় ছকু দিলদারের বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বলে ছকুর পরিবার থেকে জানানো হয়েছে। পারিবারিকভাবে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রেখে দিলদার হোসেন, সোহেল রানা, পরাগ, আরিফ ও সেলিনা বেগম লাঠিসোটা দিয়ে একনাগাড়ে মারপিট করতে থাকে। পরে তারা তোফাজ্জল হোসেন ছকুর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে নওগাঁ সদর থানার পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে তার অবস্থা আশঙ্কাজনক দেখে গ্রহণ না করে তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়। পরে ছকুকে তার পরিবারের লোকজনের কাছে চিকিৎসার জন্য হস্তান্তর করে থানায় ফিরে আসে। ছকুর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে রাতে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরদিন বুধবার সন্ধ্যা থেকে উক্ত ছকুর অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। রাত ১২টায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসরকরা তাকে মৃত ঘোষণা করেন। আশুগঞ্জে গৃহবধূ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বৃহস্পতিবার ভোরে আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কোহিনুর খানম নিতুকে (৩০) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী মোঃ জুয়েল মিয়া (৩২)। উপজেলার চরচারতলা গ্রামের আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মোঃ আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল পলাতক রয়েছে। এ ঘটনায় জুয়েলের পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিনুর এবং জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে দুজনের মাঝে কখনও সম্পর্কের অবনতি হয়নি। বিয়ের পর উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল প্রতিদিন ইয়াবা সেবন করতেন। এরই মধ্যে জুয়েল একটি ওয়ার্কসপ খুলে ব্যবসা পরিচালনা শুরু করেন। ওয়ার্কসপে নতুন করে বিনিয়োগ করার জন্য দুমাস আগে কোহিনুরের কাছে ২ লাখ টাকা যৌতুক চায় জুয়েল। কোহিনুর টাকা দিতে অপারগতা জানায়। নরসিংদীতে গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নরসিংদী পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এক গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাসেল মৃধা (৩৫) শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে। নিহতের ভাই তারেক জানান, ১৭ বছর ধরে রাসেল মৃধার সঙ্গে একই এলাকার বেলায়েতদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এনিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলমান। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষ রাসেলের পিছু নেয়। এরই মধ্যে বুধবার সন্ধ্যার পর রাসেল প্রাইভেট পড়াতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় আসে। পড়ানো শেষে বাড়ি ফেরর পথে ইউএমসি জুট মিল এলকায় প্রতিপক্ষ তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালে বস্তা ভর্তি যুবতীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন খালের মধ্যে থেকে বস্তা ভর্তি অজ্ঞাত যুবতীর (২৬) অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। সাভারে নারীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে ময়ূরী (২২) নামে এক খর্বাকৃতি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানাধীন আড়াপাড়া মহল্লার কামাল গার্মেন্টস রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়ূরী একই থানাধীন বেঁধে পল্লীর কাঞ্চনপুর মহল্লার মোঃ তাহের মিয়ার মেয়ে। জানা গেছে, বুধবার রাতে ওই এলাকায় কালী পূজার অনুষ্ঠানে ঘুরতে যায় ময়ূরী। পরে রাত সাড়ে তিনটার দিকে স্থানীয়রা রাস্তায় তার লাশ দেখে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ময়ূরীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পটুয়াখালীতে গলাকাটা লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, পটুয়াখালীর দশমিনায় নিজ বসতঘরের রান্নাঘর থেকে নাসরুল আলম হাওলাদার নজরুল (৪৫) নামে একজনের গলাকাটা বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে দশমিনা থানা পুলিশ। নাসরুল আলম হাওলাদার নজরুল ওই গ্রামের মৃত ফজলুল হক হওলাদারের ছেলে। বুধবার রাতে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের ছেলে ইমরান নিখোঁজ রয়েছে। কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শিরিন আক্তারের (২০) মৃতদেহ পুলিশ কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়ার ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে। স্বামী ট্রলি চালক মিঠু সিকদার পালিয়ে গেছে। নিহতের বাবা মোখলেছ হাওলাদার জানান, তার মেয়েকে মিঠু পরিকল্পিতভাবে হত্যা করে গা ঢাকা দিয়েছে। তিনি সকালে গিয়ে ঘরের বাইরে থেকে ছিটকানি দেয়া দেখতে পায়। দরজা খুলে শিরিনকে কম্বল গায়ে বিছানায় ঘুমে মনে করে ডাকাডাকি করেন। সারা-শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। বিছানার পাশেই আড়ার সঙ্গে একটি ওড়না ঝুলন্ত দেখতে পায়। জামাই মিঠু লাপাত্তা। মাধবপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাধবপুর থেকে জানান, মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের পাথর টিলার একটি গাছের মগডাল থেকে দুলাল রবি দাস (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চা শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে চা বাগানের পাথর টিলার ওপর নির্জন ছায়া বৃক্ষের মগডালে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। চট্টগ্রামে হোটেল থেকে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদরঘাট থানার আনুমাঝি ঘাট এলাকার সিটি গেস্ট হাউস থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। সদরঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি টিম ওই হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। তার পরিচয় পাওয়া যায়নি। ডোমারে গৃহবধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, জেলার ডোমার উপজেলায় সুরাইয়া আক্তার ওরফে নাজমুন নাহার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার আবু সাঈদের স্ত্রী ও নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
×