ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক শ’ মে. ও. সোলার পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ০০:৩৩, ১৯ নভেম্বর ২০২০

এক শ’ মে. ও. সোলার পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ শুরু

ভার্চুয়াল আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদ্বোধন করা হলো এক শ’ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ। পুরোপুরি নির্মাণ প্রকল্প ও বিদ্যুত সঞ্চালনের জন্য প্রস্তুত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। গত ১৭ নবেম্বর ঢাকার গুলশান-২ লেক ক্যাসেল হোটেল লাউঞ্জে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যদিয়ে পাওয়ার প্লান্টের কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন হুয়াও গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এসএম শামসুজ্জোহা চৌধুরী, প্রজেক্ট ডিরেক্টর আলী রেজা হায়দার, পরিচালক মোঃ শেখ আনোয়ার হোসেন। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন সাপরজি পালনজি ইনফ্রাস্টটাকচার ক্যাপিটাল কোম্পানি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী সুনীল কুলকার্নি ও জেনারেল ম্যানেজার অভিষেক ভট্টাচার্য। প্রসঙ্গত, পাবনা জেলার সদরের হেমায়েতপুরের চরভবানীপুর গ্রামে কোরিয়ার অত্যাধুনিক টেকনিক্যাল সাপোর্ট ও অর্থায়নে এবং হুয়াও গ্রুপ বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে সোলার বিদ্যুত প্লান্টটির আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
×