ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয়-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোঃ রাছেল রানা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ২৩:৫২, ১৯ নভেম্বর ২০২০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সহকারী শিক্ষক (আইসিটি) কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর, কুষ্টিয়া [email protected] [বিশেষ দ্রষ্টব্যঃ বহুনির্বাচনি প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমুহ হতে সঠিক উত্তরের বৃত্তটি () কালো বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। প্রশ্নে কোন প্রকার দাগ বা টিহ্ন দেওয়া যাবেনা এমনকি একাধিক বৃত্ত ভরাট করা যাবেনা। প্রতিটি প্রশ্নের মান ১ (এক)] ১. ক্যাশ মেমোরি পরিস্কার করতে কোনটির সাহায্য নেওয়া যেতে পারে? (ক) হার্ডওয়্যার (খ) কুকিজ (গ) ব্রাউজার (ঘ) সফটওয়্যার ২. নিচের কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ ? (ক) উপাত্ত (খ) তথ্য (গ) আইসিটি (ঘ) ইন্টারনট ৩. VLC media player ইনস্টেলেশনে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? (ক) ৫টি (খ) ৬টি (গ) ১৫টি (ঘ) ৮টি ৪. কোনো সফটওয়্যারকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে নিচের কোন পদ্ধতি অনুসরণ করা হয়? (ক) Uninstall (খ) Delete (গ) Install (ঘ) Run ৫. কীবোর্ডের ফাংশন কী এর সংখ্যা কতটি? (ক) 11 (খ) 10 (গ) 13 (ঘ) 12 ৬. ভাইরাসের নাম করন করেন কে? (ক) ফ্রেড কোহেন (খ) লর্ড বায়রন (গ) অ্যাডা লাভলেস (ঘ) স্টিভ জবস ৭. কীভাবে ভাইরাস এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ছড়িয়ে পড়ে? (ক) সিডির মাধ্যমে (খ) হার্ডডিক্সের মাধ্যমে (গ) উভয়ই (ঘ) কোনোটিই নয় ৮. এন্টিভাইরাস এর কাজ কী? (ক) ভাইরাস প্রতিহত করা (খ) হারানো ফাইল তৈরি করা। (গ) CPU এর ক্ষমতা বাড়ানো (ঘ) মাদারবোর্ড সাপোর্ট করা নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও: কাইয়ুম হোসেন একজন লেখক মানুষ। সে সৃষ্টিকর্মের সাথে জড়িত। কিছুদিন আগে সে পাইরেসির স্বীকার হয়েছে। ৯. কোন আইন কাইয়ুম হোসেনের সৃষ্টিকর্মকে নিরাপত্তা প্রদান করবে? (ক) পাইরেসি আইন (খ) তথ্য অধিকার আইন (গ) রাষ্ট্রীয় আইন (ঘ) কপিরাইট আইন ১০. এই আইনের কারনে কাইয়ুম হোসেন যে সুবিধাসমুহ পাবে- i. সৃষ্টিকর্মের সুরক্ষা প্রদান করা ii. বিনিয়োগের সুফল ভোগ করা iii. নিজের সৃষ্টিকর্মের মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ও ii ও iii ১১. পাসওয়ার্ড সাধারণত কোন ভাষায় হতে পারে? (ক) বাংলা (খ) চিহ্ন (গ) ইংরেজী (ঘ) আরবি ১২. ফেসবুকে কাউকে বন্ধু বানানোর পূর্বে কোন ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন? (ক) ব্যাক্তির পরিচয় সর্ম্পকে (খ) তার মোবাইল নাম্বার সর্ম্পকে (গ) বাড়ির ঠিকানা সর্ম্পকে (ঘ) অ্যাকাউন্টের অস্তিত্ব সর্ম্পকে ১৩. যখন একজন জানে কাজটি ঠিক না, তারপরেও কাজটি ছাড়তে পারে না তখন তাকে কী বলে? (ক) বেঠিক ব্যবহার (খ) অকাজ (গ) নির্ভরশীলতা (ঘ) আসক্তি ১৪. সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে কোন জিনিসটি জরুরী? (ক) মোবাইল (খ) সতর্কতা (গ) ই-মেইল (ঘ) টেলিফোন ১৫. কম্পিউটার গেম খেলার ফলে মুলত কোন কাজটি হয়? (ক) খেলা (খ) বিনোদন (গ) আসক্তি (ঘ) সৃজনশীলতা বৃদ্ধি ১৬. সামাজিক নেটওয়ার্কের ব্যবহারের সময় কোন বিষয় সচেতন হতে হবে? (ক) সময় সর্ম্পকে (খ) ব্যবহার সর্ম্পকে (গ) বন্ধু সর্ম্পকে (ঘ) ভাইরাস সর্ম্পকে ১৭. কপিরাইট আইনের আওতায়, কে কম্পিউটার সফটওয়্যার এর মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন? (ক) নির্মাতা (খ) প্রোগ্রামার (গ) উদ্যোক্তা (ঘ) সবগুলো ১৮. ইঝঅ কী ধরনের সংখ্যা? (ক) কপিরাইট (খ) সফটওয়্যার ফার্ম (গ) সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ এবং পাইরেসি নজরদারি করার সংস্থা (ঘ) কম্পিউটার থৈরীরর সংস্থা ১৯.সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য কোনটি প্রয়োজন? (ক) মেধা (খ) শ্রম (গ) মূল্য (ঘ) সবগুলো ২০. কোন আইনে নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করা হয়েছে? (ক) তথ্য প্রাপ্তির আইন (খ) তথ্য লাভের আইন (গ) তথ্য অধিকার আইন (ঘ) মানবধিকার আইন ২১. ট্রাবলশুটিং কী? (ক) সমস্যার সমাধান করার প্রক্রিয়া (খ) সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া (গ) সমস্যা তৈরী করার প্রক্রিয়া (ঘ) সফটওয়্যার এর সমস্যা নির্ধারণ প্রক্রিয়া ২২. কম্পিউটারের মেটাল অংশ স্পর্শ লাগলে শক কেন করে? (ক) বায়োসের সমস্যা থাকলে (খ) কম্পিউটারে র‌্যাম এর জায়গা কম হলে (গ) আই সি কাজ না করলে (ঘ) কম্পিউটারটি আর্থিং করা না থাকলে ২৩. কম্পিউটার গেমে আসক্তির কারণে যে যে সমস্যা হতে পারে- i. স্বাভাবিক জীবনযাপনে অনীহা ii. নানা রকম শারীরিক ও মানসিক সমস্যা iii. কম্পিউটার নষ্ট হয়ে যাওয়া নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ও ii ও iii ২৪. কোনটি অন্যদের থেকে আলাদা (ক) AVG (খ) AVIRA (গ) AVAST (ঘ) UNIN ২৫. নিচের কোন পাসওয়ার্ডটি সঠিক? (ক) 123456 (খ) 654321 (গ) Bangladesh (ঘ) 19_BangLa@Desh
×