ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিনটি রাজনৈতিক দল ছাড়া সব ঝরে যাবে ॥ জি এম কাদের

প্রকাশিত: ২৩:১৫, ১৯ নভেম্বর ২০২০

তিনটি রাজনৈতিক দল ছাড়া সব ঝরে যাবে ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টির শাসনামলে দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি ছিল না। দলীয় প্রভাবমুক্ত হয়ে দেশ পরিচালনা করা হয়েছিল জনগণের কল্যাণে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমাদের কঠোর পরিশ্রম করে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তাহলে ক্ষমতায় যাওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। বুধবার দলের বনানী কার্যালয়ে সিলেট জেলার জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগদান করেন সিলেট জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ কুনু মিয়া, মোহাম্মদ আলী হাসেন সরকার ও সুধীন্দ্র দাশ শুভ্রসহ বিভিন্ন দল ও ব্যবসায়ীর শতাধিক নেতৃবৃন্দ। বিরোধী দলীয় উপনেতা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি দলই টিকে আছে এবং থাকবে। বাকি সব দল ঝরে যাবে। এর মধ্যে জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। দলে নেতাকর্মীর সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। পার্টির চেয়ারম্যান নেতা কর্মীদের উদ্দেশে বলেন, যখন যে সাংগঠনিক নির্দেশ দেয়া হবে তা মেনে চলতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কঠোরভাবে চেষ্টা করছি। তপন চক্রবর্তীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এক সাংগঠনিক আদেশে তপন চক্রবর্তীর (চট্টগ্রাম) বিরুদ্ধে ইতোপূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। পাশাপাশি দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও চেয়ারম্যানের কার্যালয়ের সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারার বিধান অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে বলে জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
×