ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাকালে চোখ

প্রকাশিত: ২৩:১৩, ১৯ নভেম্বর ২০২০

করোনাকালে চোখ

* চোখে কি করোনা ছড়ায়? * হাঁ, আর সব বডি সারফেসের মতন চোখেও করোনা ছড়ায়। * চোখের মিউকাস মেমব্রেণ আক্রান্ত হয়। * চোখ থেকে হাতের স্পর্শের মাধ্যমে অন্যত্র ছড়িয়ে যায়। * চোখে প্রদাহ করে। * অনেক সময় অক্সিজেনের অভাবে মারাত্মকভাবে রেটিনা বা কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। * অনেক সময় আমরা ভাবি চোখ বারবার ধুয়ে ফেললে করোনার জন্য ভাল। * আসলে তা নয়। চোখে অনেক প্রটেকটিভ এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ভাইরাল থাকে। তারাই চোখে অনেকটা প্রতিরোধ দেয়। * ১/৩ অংশ করোনা রোগীর ক্ষেত্রে চোখের প্রদাহ হিসেবে প্রাথমিক উপসর্গ নিয়ে করোনা আত্মপ্রকাশ করে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×