ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্রাগ টেস্ট কমায় উদ্বিগ্ন জেসিকা জুড

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ নভেম্বর ২০২০

ড্রাগ টেস্ট কমায় উদ্বিগ্ন জেসিকা জুড

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় স্থগিত ছিল বিশ্বের ক্রীড়াঙ্গন। এর প্রভাব পড়েছে প্রতিবছর ধারাবাহিকভাবে করে আসা ড্রাগ টেস্টেও। চলতি বছর গত ৬ মাসে মাত্র ১৫৩২ জন এ্যাথলেটের ড্রাগ টেস্ট সম্পন্ন করতে সক্ষম হয়েছে যুক্তরাজ্যের এ্যান্টি-ডোপিং (ইউকেএডি)। অথচ গত বছরের ঠিক এই ছয় মাসে ড্রাগ টেস্ট করা এ্যাথলেটের সংখ্যা ছিল ৫১৫৫। যদিওবা এর পেছনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করেছে আয়োজক কর্তৃপক্ষ। তারপরও এই সময় ড্রাগ টেস্ট আশঙ্কাজনকভাবে কম হওয়া উদ্বিগ্ন গ্রেট ব্রিটেনের ৫০০০ মিটারের চ্যাম্পিয়ন জেসিকা জুড। শুধু তাই নয়, ইউকেএডি এই সময় যে সবার জন্য বিনামূল্যে ড্রাগ টেস্ট করার পরিকল্পনা করেছে সেটাকে প্রতারণা বলেও মন্তব্য করেছেন তিনি। এ ব্যাপারে ২৫ বছর বয়সী জেসিকা জুড বলেন, ‘চলতি বছর যে আমি দেখাব তার কোন ফলাফল আমার হাতে নেই। ড্রাগ টেস্টের ব্যাপারে আমার কাছে কোন ধরনের প্রমাণ নেই। আর এটা যদি আমার কাছেই না থাকে জানি না অন্য কতজন এ্যাথলেটের কাছে তা নেই।’ চলতি বছরই টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিকের। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে। সবকিছু সঠিকভাবে এগোলে আগামী বছর অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক। কিন্তু জুডের মতে, অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ একটা মহাযজ্ঞের আগে ড্রাগ টেস্ট কমিয়ে দেয়াটা মোটেও ভাল বিষয় নয়। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা মোটেও ভাল বিষয় নয়। আমি বুঝতে পারছি এখানে একটা ইস্যু রয়েছে যে, এই সময় লকডাউন ছিল। কিন্তু এখন তা আরও বাড়িয়ে দেয়া উচিত। গত বছর অনেক স্থানেই এই টেস্ট করা হয়েছে কিন্তু এবার অনেক জায়গাতেই তা নেই এটা সত্যিই চিন্তা ও উদ্বেগের বিষয়। এই সংখ্যাটাকে কেন এতো হ্রাস পেয়েছে সেটা আমি নিজে বুঝতে পেরেছি কিন্তু এটা বুঝতে পারছি না যে কেন তা বিশ্ব মিডিয়ায় প্রকাশ করা হবে।’ গত সেপ্টেম্বরেই ৫০০ মিটারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গ্রেট ব্রিটেনের এই প্রতিভাবান স্প্রিন্টার। তার লক্ষ্য এখন টোকিও অলিম্পিক। ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিকেও নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য মুখিয়ে রয়েছেন এই তারকা এ্যাথলেট।
×